তুমি তো জানোনা কি হচ্ছে পশ্চিম তীরে, রামাল্লায় আর নাবলুসে
কি অসভ্য এ সভ্য নামধারী পৃথিবী
কি পৈচাশিকভাবে আক্রান্তকে আক্রমণকারী হিসেবে চিত্রিত করেছে
অথচ গাজার জীবন মানে মৃত্যুর সাথে হাঁটা, তোমার পার্টি আর মধুর কথা-
রেখে দাও! ঐ যে জান্না কান্নারত কন্ঠে জানাচ্ছে, তার ভূখন্ডে সে কেন দখলদারের চেকপয়েন্ট ডিঙিয়ে আসে আল কুদসে!
তোমার কাছে জবাব নেই, হে মানুষজন, হে সুশীল, হে শান্তিকামী, হে স্বঘোষিত মোড়লপাল
তোমরাই তো করেছো নিজ হাতে এ ক্যান্সার তৈরি, নিজের শরীরের অপ্রয়োজনীয় পঁচা অংশ কেটে জোর করে বসিয়ে দিয়েছো
মধ্যপ্রাচ্যের হৃৎপিন্ডে; আজ সে বিষফোঁড়া মহীরূহ, পরের উঠানে উড়ে এসে বসে
আমাদের শেখায়,
যারা নিজের জমি ফেরত চায়, চিল্লায় তার পুড়িয়ে দেয়া জলপাই গাছগুলির জন্য, যে তার খেলার মাঠ ফিরে পেতে পাথর নিয়ে দাঁড়ায় ট্যাংকের সামনে-
সে টেররিস্ট! তাকে গুলি করে ঝাঁঝরা করে দিতে হবে!
আর যদি কেউ একে -৪৭ আর স্টেনগান মোকাবেলায় টমেটো কাটা ছুরি নিয়ে দাঁড়ায় সে
নিশ্চিত টেররিস্ট! তোমরা বুলডোজার দিয়ে ইহুদী সন্ত্রাসী কর্তৃক গুড়িয়ে দেয়া নবী সলেহ
গ্রামের খবর নাওনা, দাওনা, পাওনা-যখন কেউ শুধু ডাকাতের সামনে দাঁড়ায়-দাঁতভেঙে গুঁড়িয়ে দিতে
তখন তোমরা আসো, ক্যামেরা নিয়ে, কৃত্রিম সংকটে টিভি পর্দা কেঁপে ওঠে, অবৈধ ইসরাঈলী ভিউতে একেকটি পাথরকে মনে হয় ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্র!
“উফ” আপনারা বলেন, “কি দরকার হাঙামার”, পারবিনা তো গেলি কেন সাঁজোয়ার সামনে ইট-পাথর-গুলতি হাতে?’’
কেন যায়, সেটা যার যায় সে বোঝে! যার সন্তান সকালে স্কুলে যায় আর বিকালে ধ্বসে যায় স্কুলের সাথে.
জানে আবু খোদায়েরের বাবা, ফারিসের মা, জানে শেখ ইয়াসিনের পরিবার, আমরা তো জানি শুধু না জানতে
তাই সভ্যতার ক্রমবর্ধমান কানা হয়ে যাওয়ার যুগে আমরা এখন আর দেখিনা
এত বড় ফালেস্তিন কিভাবে যেন ছোট থেকে ছোট এক খন্ড ভূমি হয়ে গেল
কিছুদিন পর তার কান্নাও আর আমরা শুনবোনা
চোরের বাচ্চা চোর, সুদখোরের বাচ্চা সুদখোর, খুনীর বাচ্চা খুনীদের যুদ্ধবিমানের শব্দ ভয়াবহ জোরালো,
জাতিসংঘের জাতীয় সংগীত টেররিস্ট আইডিএফের বোমারু বিমান
তা ভেদ করে জম্পেস আড্ডায় মত্ত এ দুনিয়ায় আল আকসার হাহাকার আসেনা
তৃতীয় ইনতিফাদাকে মনে হয় একটি সামান্য ব্যাপার
মহাবিশ্ব থেকে একটি জাতির খুন হয়ে যা্ওয়া কারো চোখে পড়েনা
সবাই খুনীর আদর্শে মত্ত, সবাই খুনীর গুনীর কদরে মশগুল
ফিলিস্তিন নি:শ্বাস ফেলে; দীর্ঘনি:শ্বাস, ১৯৪৮ এর পর এমন অস্বাভাবিক হয়েছে তার নি:শ্বাস
লক্ষ প্রাণের কান্নার চাপা আওয়াজ আসে তাতে
মানুষে তা শোনেনা, অমানুষে শুনে শুধু অট্রহাসিতে মাতে।
