সর্বশেষ

অকালে কালের চিঠি


নিরানন্দবহুল জীবনে তুমি মায়ার তুফান

প্রিয় মানবী,
এ কেমন ঝড়ে উঠেছে হৃদয়ে,যেন কালবোশেখী-
উপড়ে ফেলতে চাচ্ছে নীতির সুবিশাল খুঁটি
কেমন ভয়াবহ মোহ ছড়িয়ে তুমি এলে,
এসে দূরে বলে
নতুন বছর এখনো আসেনি আমার জীবনে
প্রিয় পাকা কিশোরী,কৈশরের সেই অলকানন্দ হয়ে আছো
আজো;এখানে বুকের মধ্যখানে একটি বৃক্ষ জন্মেছে
তার ডালপালা জুড়ে তুমি
বৃক্ষের নাম প্রেম;আমি না চাইতেই ও জন্মেছে
ঠিক যেমন ঔষুধী গাছগুলো প্রাগৈতিহাসিক থেকে এই তো সেদিনও নিজে নিজে জন্মাতো
মানুষের জন্য
প্রিয়প্রিয়া,তুমিও ঠিক সেভাবে জন্মেছো আমার হৃদয়ে
উফ!কি ঝাঁঝ তোমার অস্তিত্ত্বে!
আমার ন্যুব্জে পড়া হারানো সময়কে চোখের সামনে নিয়ে এসেছে
এখন আমি পূর্ণ যুবক
এখন আমার চিঠি লিখবার সময়,
প্রিয় মানবী,
শুধু জীবনের প্রয়োজনে তোমাকে লিখছি
আমি মন্দ আছি।তুমি ভাল থেকো।ভালো রেখো ।
ইতি-
আমি,১৪২৩ এর প্রথম দিনে ।

১৪ এপ্রিল, ২০১৬।
পাঠ অনুভূতি