সর্বশেষ

উইলিয়াম শেক্সপিয়ার কি নাটকগুলো নিজেই লিখেছিলেন?!?


লেখক উইলিয়াম শেক্সপিয়ারকে আমারও ভাল লাগে।আমাদের বাড়িতে তার সমগ্র ছিল।তার কমেডি,ট্রাজেডির অনুবাদ কর্ম পড়েও খারাপ লাগতোনা।২৩ এপ্রিল তার কথিত জন্মদিন।যদিও তার জন্ম সম্পর্কে শতভাগ তথ্য নেই। #শেক্সপিয়ারকে নিয়ে একটি ভয়াবহ Conspiracy Theory আছে পশ্চিমে।একদল গবেষক মনে করেন,শেক্সপিয়র কখনোই ঐ নাটকগুলো লেখেননি।অর্ধ শিক্ষিত এক থিয়েটার কর্মী এলিজাবেথ যুগের রাজনৈতিক প্যাঁচঘোচ এবং দ্বান্দ্বিক পরিবেশ ফুটিয়ে তুলতে পারেননা।তাছাড়া শেক্সপিয়রের লেখাখুলোতে অতিরিক্ত ক্ষমতা,অভিজাতদের দ্বন্দ্ব,প্রেম বিরহ স্থান পেয়েছে।স্ট্র্যাটফোর্ড অন এভেনের এক সাধারণ পরিবারের উইলিয়াম উচ্চবিত্তের ক্ষমতা,প্রেম,লড়াই,হিংসাকেই কেন বেছে নেবে নাটকের উপজীব্য হিসেবে?
২।
কারণ ঐ নাটকগুলোর পিছনে ছিল সেসময়ের ক্ষমতাবান ও বিচক্ষণ কিছু মুখ।শেক্সপিয়র নামে তারা প্রকাশ করেছেন।এদের মধ্যে 17th Earl of Oxford Edward De Vere এর নাম সর্বাধিক প্রচলিত।বিকল্প গবেষকদের মতে Edward শেক্সপিয়রকে দিয়ে নিজের নাটক মঞ্চস্থ করাতেন।দর্শক সারিতে বসে তিনি অন্যদের সম্মোহিত হওয়া দেখতে ভালবাসতেন।শেক্সপিয়র অতোটা শিল্পজ্ঞানী ছিলেন না। 
এটা নিয়ে একটি চলচ্চিত্র আছে। নাম Anonymous। দেখতে পারেন শেক্সপিয়রের সাহিত্যের একজন 'আসল'কে জানতে।
৩।
বিকল্প চিন্তা করা পশ্চিমা ঐসব গবেষকদের মধ্যে আমেরিকার ডেলিয়া(Delia) অন্যতম।তার ও তাদের গবেষণা নিয়ে ব্রিটেনের টেলিগ্রাফ ও গার্ডিয়ান নিবন্ধ প্রকাশ করেছে।তাদের মত শেক্সপিয়রের নাটকগুলো লিখেছেন দার্শনিক ফ্যান্সিস বেকন(Francis Bacon)।সমসময়ে জন্ম নেয়া বেকনের লেখার সাথে উইলিয়ামের নাটকের ভাষার মিল রয়েছে বলে তাদের দাবি।
৪।
আরেকদল কন্সপিরেসি থিওরিস্টদের মতে শেক্সপিয়রের নাটক ও অন্যান্য সাহিত্যকর্ম মূলত Christopher Marlow এর লিখিত।মার্লো সোসাইটিও এই দাবি জানিয়ে আসছে।

৫। 
আরেক দলের মত 6th Earl of Derby ই মূলত শেক্সপিয়র।তার নাম William Stanley এবং তিনি একই সাথে নাটক ও সাহিত্যানুরাগী ছিলেন।নিজ উদ্যোগে একটি থিয়েটারও তৈরি করেছিলেন।এবং তিনি তার সাক্ষরে সবসময় 'Will' লিখতেন বলে প্রচলিত রয়েছে।
এসব ছাড়াও অনেকের মতে,রানী এলিজাবেথ নিজে অথবা তার কোন রাজ সাহিত্যিককদে দিয়ে লেখিয়েছেন এগুলো।আবার শেক্সপিয়রের প্রথম দিকের বইয়ের মলাটে নামের বানান লেখা হতো 'Shake-Speare' অর্থাত্‍ দুটি অংশ যেটি সাধারণত ইংরেজি ভাষায় দেখা যায়না।এ থেকে অনেকেই নামটিকে ছদ্মনাম বলে থাকেন।
আর কিছু বলবো না।শেক্সপিয়রের রোমিও এবং জুলিয়েটরা দুঃখে জর্জরিত হবেন।আমি সুখবাদী।জগতের হ্যামলেট থেকে ম্যাকবেথ,ভেনাস থেকে এডোনিস, শাইলক থেকে পোর্শিয়া সব্বাই সুখে থাকুক।কিন্তু পক্ষে বিপক্ষের সব কথা শুনে,জেনে তারপর...।

২৩.০৪.২০১৬।
পাঠ অনুভূতি