তাহারা সারাটি বছর জুড়িয়া হিন্দি গান শুনিয়াছে,তাহার তালে কোমর বাঁকাইয়া নাচিয়াছে,তাহারা বেশরমের মত হিন্দি ছবির উপর হুমড়ি খাইয়া পড়িয়াছে,তাহারা স্ট্যাটাস প্রসব করিয়াছে হিন্দিতে,তাহারা সানি লিওনকে দেখিয়া আবেগে কান্দিয়া ফালাইছে,তাহারা শাড়ি চুড়ি ফেলিয়া শক্ত জিন্স আর টিশার্ট পরিয়া শরীর দেখাইয়াছে,তাহারা যাত্রা-পালা-জারি-সারি-ভাটিয়ালি-কৃষক-শ্রমিক-পান্তাকে উপহাস করিয়াছে,তাহাদের টিভি চ্যানেল জুড়িয়া ঔপনিবেশিক দাসত্ত্বে ভরিয়া ছিল,তাহাদের পত্রিকাজুড়ে কৃষি সংবাদ দুষ্প্রাপ্য ছিল,তাহারা অহেতুক ইংরেজি বলিয়া পান্ডিত্য জাহির করিতো,তাহাদের দাপ্তরিক কাজকারবারে ইংরেজি ব্যবহার করা হইতো,তাহারা গ্রামীণ সমাজব্যবস্থা ও নিজেয় শিকড়কে অস্বীকার করিয়া 'ক্ষ্যাত' কে গালি বানাইয়াছিল,তাহারা কখনো বাংলা সিনেমা দেখিতো না,তাহারা বাঙলাদেশ লইয়া গর্বও বোধ করিতো না।
কাহারা এই তাহারা?
তাহারা একদিনের বাঙালি।তাহারা এ প্রজন্ম।তাহারা বিশাল ঐতিহ্য সচেতন একটি শিকড়হীন,নির্লজ্জ গরম ভাতে পানি দেওয়া পান্তাখোর একটি অপপ্রজন্ম।
[বাঙালির বর্ষহরণ-১)
14 এপ্রিল, ২০১৫।
