সর্বশেষ

ভুলে যাবেন না একদিনের হলেও আমি একটা বাঙালি


আমার মাঝে হিন্দী ছবি, আমার বুকে ক্যাটরিনা
আমার কানে মুন্নী-শীলা, বাংলা আমি চিনিনা ।
রাত-বিরাতে ক্ষণে ক্ষণে হিন্দীতে কই,'ক্যায়ছে বাণী ',
ভুল করোনা,ভুলে যেওনা, আমিও একটা বাঙালি ।।


আমার বুকে নয়াদিল্লী, কলকাতার ঐ ন্যাকামী
আমার বুকে ইসলামাবাদ, আমাকে কী শিখাবি?
হিন্দী আছে, উর্দু আছে, বাংলা হলো ভাঙাড়ি
ভুল করোনা, ভুলে যেওনা, আমিও একটা বাঙালি ।

আমার বুকে মুম্বাই থাকে, নাইট রাইডার্স অন্তরে
গ্লাডিয়েটার্স চিনিনা আমি, দূরন্ততো বেশ দূরে ।
সব কিছুতে দাদারা বস, বাঙালি সব আনাড়ি
ভুল করোনা, ভুলে যেওনা, আমি একটা বাঙালি ।

আমার বুকের টাইট টিশার্ট, দৃষ্টি সবার কেড়ে নেয়,
শাড়ি ফাড়ি একদম খ্যাত, মানসম্মান যায় যে যায় ।
প্লাক করানো ভ্রু আমার, কেউ বোঝেনা ফন্দী
ভুল করোনা, ভুলে যেওনা, আমিও একটা বাঙালি ।

আমার বুকে শহুরে বেশ, ঘোমটা দেখে অবাক হই
নাভিসহ পেট দেখালে, ভালো লাগে,তাইনা সই ?
এক পুরুষে হয়না আমার, শত পুরুষের কাঙালী
ভুল করোনা, বলে দিলাম, আমিও একটা বাঙালি ।

আমার দেহে থ্রী কোয়ার্টার্স, লুঙ্গি ফুঙ্গি সে আবার কী ?
নারীর প্রতি শ্রদ্ধাবোধ? পান্তাভাবে ঢালিস না ঘি ।
ইভটিজিংয়ে দারুন মজা, ললনাদের শীষ দেয়াটা
কে বলেরে হয়রানী ?
ভুল করোনা, বলে দিচ্ছি, আমিও একটা
শিকড়হারা পান্তা-ইলিশ বাঙালি।

ইতিহাস ও সংস্কৃতির কিছুই মোরা জানিনা তাই
বাংলা মাকে অপমান করি
এ প্রজন্ম দেশটা বেচে কিনতে পারি
বাইক কিংবা প্লাকের জন্য ঝলক জরি।

[সংক্ষেপিত]
১৩ এপ্রিল, ২০১৩।
পাঠ অনুভূতি