সর্বশেষ

ভালবাসার পতন


অন্ধুকার কূপ থেকে একা প্রাণপন চেষ্টা করে উঠেই দেখি
তুমি হাসছো,জল গড়িয়ে পড়ছে ঠোঁটে
তারপর থেকে আমি কোনদিন কাঁদিনি ।

বাহনবিহীন সারাটি রাস্তা তোমার কাঁধে ভর দিয়ে চলেছি
তবু বলোনি উঁহ,এতটুকু বিরক্তি দেখিনি
শুধু বলেছিলে একাধিকবার,খুব কষ্ট হচ্ছে তোমার?
আমি তোমার গাল ছুঁয়ে দিয়েছিলাম আলতো করে,
তারপর আমরা চেয়েছিলাম চোখে-চোখে ।

আমার অনাকাঙ্খিত মৃত্যুর আগে এইটুকু ছিল প্রাপ্তি,
আমি সহস্র বছর তোমার এইটুকু ছোঁয়া নিয়ে বেঁচে থাকতে পারতাম,
আমি মরে যেতে চাইনি,অথচ তুমি মরে গেলে আমাকে নিয়ে।
তুমি চেয়েছিলে একসঙ্গে মরতে
আমি চেয়েছিলাম একসঙ্গে বাঁচতে,
প্রতিটি ক্ষণ ভালবাসতে,কাছে থাকতে ও ভালবাসতে
তোমার ইচ্ছাই পূর্ণ হলো ,আমি অনৈতিহাসিক প্রেতাত্মা
হয়ে অতৃপ্তি নিয়ে ঘুরছি,কি শূন্য, কি ভিন্ন
এ জগতে কেউ কারো নয়,হৃদয় যদি হয়ও ছিন্ন।

তোমার ও আমার ভালবাসার পতন হয়েছে দুঃস্বপ্নের অভ্যুত্থানে
ভুল করে স্বপ্নের বিপজ্জনক রক্তাক্ত হাত ধরায়-
এখন সন্ত্রস্ত, বিষাদময় ও ভীত ভালবাসার প্রাচুর্যময় রাজ্য ।
May 17, 2014 at 11:03pm
পাঠ অনুভূতি