আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে চলচ্চিত্রটাও ভারতীয় ওরা বানাবে? আমরা ৪৮ বছরে এমন অথর্ব সিনেমাজগৎ বানালাম? আমাদের ছিলনা আশরাফ শিশির যার 'গাড়িওয়ালা' ৫০ টির অধিক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে? দুনিয়ার সবচেয়ে বড় চলচ্চিত্র বানিয়ে যিনি বিশ্বরেকর্ড গড়লেন। ছিলনা কি তৌকির, কয় দিন আগে শ্রীলংকা থেকে যার 'হালদা' সেরা চলচ্চিত্র হয়ে এল? ছিলনা কি গিয়াসুদ্দিন সেলিম যার 'মনপুরা' ভারত রিমেক করতে বাধ্য হয়েছে? ছিলনা অমিতাভ রেজা যার 'আয়নাবাজি' বিশ্ব মাতালো? ছিলনা খিজির হায়াত যার 'জাগো' এই বাংলার কোটি মানুষকে উজ্জ্বীবিত করেছে? ওরা ১১ জন, মাটির ময়না, আলোর মিছিল, হাঙ্গর নদী গ্রেনেড ইত্যাদি বানাতে তো ভাড়া করা লাগেনি কাউকে, তাদের পাসপোর্টে তো 'বাংলাদেশীই' লেখা ছিল। মাটির সন্তান মাটিকে ধারণ করে যত বেশি অন্য কেউ তা পারবে? না। অন্য কেউ এসে ৭ মার্চের শিহরণ পারবে ধারণ করতে? না, মনে হয়না। আমি গৌতম ঘোষের 'শংখচিল' নিয়ে গবেষনা করেছি, সম্পূর্ণ বিজেপী শিভসেনার দৃষ্টিভঙ্গিতে বানানো দেশবিভাগ নিয়ে চলচ্চিত্র। এদের দিয়ে আমাদের গৌরবের মানুষটিকে যেন কলকাতার আদলে ফুটিয়ে না তোলা হয়। বঙ্গবন্ধু না কলকাতার ভাষায় কথা বলতেন, না তিনি কলকাতায় সাংস্কৃতিক দাসত্ব করতেন। বরং বঙ্গবন্ধুই বাংলাদেশে ভারতীয় সংস্কৃতির আগ্রাসন রুখতে ওদের চলচ্চিত্রের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। তাই দয়া করে অনুরোধ রইলো, আমাদের জাতির পিতাকে নিয়ে চলচ্চিত্রটি বাংলাদেশী বাঙ্গালী কাউকে দিয়ে তৈরি করুন। কারণ ইতিহাস হয়ে রবে এ ঘটনা যে, নিজের জাতির পিতা নিয়ে চলচ্চিত্র বানাতে অন্য জাতির বা অন্য দেশের নাগরিককে ভাড়া করে আনা হয়েছে
অথচ বাংলাদেশেই ওদের চেয়ে কোটিগুণ ভাল নির্মাতা রয়েছে, ছিল।
জাতির পিতা জাতীয়তাবোধের সাথে জড়িত। এই জাতির প্রতিটি সন্তানের অধিকার রয়েছে নিজ জাতির পরিচালকের হাতে নিজের পিতার চিত্রায়ন দেখার দাবি জানানোর। তবুও যদি ভারতীয় বা অন্য দেশীয় পরিচালক আনতেই চান অন্তত প্রধান পরিচালক আমাদের কাউকে রেখে সহকারী হিসেবে অন্যদের রাখতে পারেন। আশা করি এমন আবেগ ও ভালবাসাময় জাতীয়তাবোধের জায়গায় আমাদের আহত করা হবেনা। দোহাই বাংলাদেশের, বঙ্গবন্ধুর ব্যাপারে জাতিকে হতাশ করবেন না। বঙ্গবন্ধু সবার আগে বাংলাদেশের, বাংলাদেশী বাঙ্গালীর...।
0 Comments