সর্বশেষ

কষানো গোশতো ও আমাদের নাগরিক প্রেম


কষানো গোশতের ঘ্রাণ ছড়িয়ে উন্মাদ করে
কেন বলেন,'রান্না হোক'?
রান্না তো হবেনা জানেন...না?
যে শহরে একটি ভালো পাকঘর নেই
যে নগরে একমুঠ থানকুনি পাতা পেতে আপনি হারিয়ে ফেলেন খেই
সে শহরে আপনি কী ভেবে কীভাবে কষানো গোশতের সুবাস ছড়িয়ে যাচ্ছেন অবিরত?

এ অন্যায়, এ জুলুম, এ অবিচার
কারো জানে আজাব দিয়ে আপনি চেটে খাচ্ছেন ভার্চুয়াল গোশতের আচার
কষানো মশলা
আহা, অবিরাম এখানে ঝরছে অম্লবৃষ্টি প্রায়শই কয়েক পশলা!

প্রেমের নামে এ নগরে আপনারা কসাইয়ের জয়গান দেখেন
রাস্তায়, ঘাটে, মাঠে আর পল্টনে-উদ্যানে
আপনারা ল্যাখেন এখানে মূলত বাকির খাতায় নগদ প্রেমের খবিতা
ছন্দ নাই-দ্বন্দ্বভরা
ঘ্রাণ নাই-গন্ধভরা
ধূলাবালিশব্দের রক্তবাতাসে আব্দুল বেজে ওঠে
'বসন্ত বাতাসে সই গো'
গোসইয়ে পূর্ণ এই (অ) সভ্যতায়
আপনি তবু ঝাঁঝাঁলো কষানো গোশতোর আতর মেখে আমাকে আহবান করেন
এক পেয়ালা কেরু এন্ড কং নির্মিত শরবত খেতে
যদিও আমি স্যানিটাইজার হিসেবে কেরুই ব্যবহার করি তথাপি
আমার কষানো গোশতোও খেতে ইচ্ছে করেনা

আপনি জানেন;
যে নগরে একটি ভালো রান্নাঘর নেই, যে নগরে বুয়াতেই ভরসা রমনীদের
সে নগরে আমি ভালোবাসতে পারিনা---
যতই কষানো গোশতোর কাঁচা তাজা সুঘ্রাণ আপনি এ শহরের বাতাসে ইনজেক্ট করেন
আমি ছেড়ে যাবো
আমার লাউ শাক আর কই মাছ ভর্তার নিমন্ত্রণে
আপনি আমাকে আর ডাকবেননা
আমাদের এখন থেকে অদেখা হবে এ দেখা জগতে
লাল শাক, ঝাঁকঝাঁক, ধান-পাট-হলদে সরিষা ক্ষেতে
ধুনিয়া পাতার স্বর্গসুবাস
পাথরকুঁচি ও দুর্বাঘাস
চালতা ও আম্রপ্রণয়
হিজল ও নির্জল
আমাদের বুকে বুকে চিন চিন করা শব্দরা
এক হয়, এক হয়ে গাইবে
আবার বাঁচবো কি আমরা, আবার কি জীবন শুকানো নদীতে তরী ভাসাবে?

#কষানো গোশতো ও নাগরিক প্রেম

পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments