সর্বশেষ

বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে


এই নিরাবেগী এন্ড্রোয়েড যুগে
আমরা মেতেছি প্রেম হুজুগে
অথচ এখানে গ্যান্দা ফুল নেই, হিজল ভুল নেই
নেই গন্ধরাজবিলাস
এখানে আম্রসুবাসে হৃদয়ের আর্তনাদ নেই, নেই আঁকাবাঁকা হাতে লেখা
ডায়রিতে লাল পদ্মপাতা!

এখানে মানুষের বেশে একেকটি যন্ত্র মাথা নিচু করে হাঁটে স্ক্রিনে চেয়ে
আসমানী রঙ পথিকের আশায় আসমানে ভেলায়
গেয়ে যায় মেঘনাদের স্বরে সুলোচনার কেত্তন
সুলোচনা কই?
শুনেছি সে অনার্যনিষাদের খোঁজে শুনেছো কি সই?

এখানে
এই খানে
ভালোবাসার সুর নেই কারো হৃদয়ে
কেবলই ইট-পাথরের সাময়িক লোভ ও ক্ষোভ
হিংসার জয়, ঠোঁটে নিয়ে চৈনিক কুড়াল যারে তারে মারছে কোপ!

নেই তো কলমি ফুল,
সরিষা-কলই খেতে হাইব্রিড ধান; জীবন তো চড়ছে শূল
তাই ফালগুনের এই শেষ ব্যালায়ও একলা কোকিল ডেকে যায়
কাকের গৃহে কী জানি কী হায়
বাড়ির দরজা ও জানালা খোলা রইলেও ভেসে আসেনা কারো পুষ্পসুবাস
রাসায়নিক রসায়ন, দেহে প্রসাধনী, হৃদয়ে আনন্দঘাস
তাই, তাই, তাইতো
দূরকাছ থেকে ফালগুনী সমীরণে বাজেনা সই বসন্ত আকাশে---
"বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে
সই গো বসন্ত বাতাসে...!"
#প্রেমমরণ

পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments