২০ তলা ভবনের নিচে বসে কত কথা,
এই কাঠফাটা রোদ্দুরে
পাশে থাকা লাল চা এর ওয়ান টাইম কাপটা হালকা বাতাসে দুলছে
দুলছে জীবনের স্বাধীন দর্শন!
একটা জীবনে কী চাই?
পুঁইশাকের মাচায় হওয়া লাল ফল ভেঙে মুখে মেখে আনন্দে মাতার সুখ
এই নেইমপ্লেট, ডেজিগনেশন আর বেতন বিবরণী দেবে?
নাহ!
বিল্ডিংয়ের গা ঘেঁষা বাতাসে অক্সিজেন নাই
এসির বিষে আমাদের হৃদয় বিষাক্ত
প্রাইভেটকারের ভেতরে মানুষের আর্তনাদ অথবা না পাওয়ার চিৎকার যায় না!
জীবন এখানে মরণের সমার্থক।
অথচ মৃত লাশ হওয়ার জন্য মিথ্যা দাপট আর পয়সার পিছনে ছুটা
অথচ গড় আয়ু বড়জোর ৭২ দশমিক কিছু একটা
একা একা একা!
কার জন্য এইসব বালির প্রাসাদ
তা আমার বুঝে আসে না!
হাছন রাজা, আপনি ভালো আছেন?
কী ঘর বানাইছিলেন শূন্যের মাঝে?
আমারও ঘড় বাড়ি ভালো না,
হেঁটে চলা জীবিত লাশেরা মিছিল দিয়ে বলে!
আমি তাদের কথাকে শুনেও শুনিনা
আমি বিবেকপঁচা লাশেদের একেবারেই গুণিনা!
#কবিতারা
#দর্শন
0 Comments