একদম নিকটে !
বাংলাদেশের স্থপতি যেখানে চিরনিদ্রায় শায়িত তার থেকে মাত্র ১০-১২ মিটার পশ্চিমে একজন 'প্রাক্তন ছাত্রের' সাথে দেখা হল ।
আমার থেকে পাঁচ বছরের বয়োজেষ্ঠ্য ।
কী করছেন জানতে চাইলে আমার চোখের দিকে অপলক তাকিয়ে বলল,'পড়ালেখা করিনা ।আর্থিক সমস্যার কারণে করতে পারলাম না ।এ বছরই অনার্স শেষ হয়ে যেত ।এখন ন্যাশনাল সার্ভিসে আছি ।'
খুব ভালভাবেই লক্ষ্য করলাম,
তাঁর চোখ জলে ছলছল করছিল।
সেই পানিভরা চোখে তিনি জানান,একাউন্টিংয়ে পড়তেন ।
তাঁর নিশ্চয়ই অনেক স্বপ্ন ছিল।
তাঁর বাড়ি শেখ হাসিনার বাড়ির সাথে মেশানো ।হয়ত সেও শেখ কিংবা কাজী বংশীয়।তবু তার পড়া হলোনা।
তবুও শেখ হাসিনা ডিজিটাল ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়বেন ।
আর্থিক অনটনে তার পাশের বাড়ির কেউ পড়ালেখা করতে পারছেনা এটা তার দেখার বিষয়না।তিনি অনেক ব্যস্ত।
কোন বিরোধী দলীয় লাল শাড়ি পরা বিধবাও আসবেননা টুংগীপাড়ায়,কারণ নিশ্চিত এরা নৌকায় ভোট দেয়।
জনগণের প্রতিনিধিরা জনবিচ্ছিন্ন হচ্ছেন অতিদ্রুত।
এ ঘটনা সাংসদদের দৃষ্টিগোচর হবেনা এটাই সত্য।
অনেক সময় সত্যকে মেনে নেওয়াটাই 'অসত্য'!
আমি অসত্যের সময়ে আছি ।
0 Comments