সর্বশেষ

হিমাঙ্কের কথা ভুলে যেওনা

তবে দেখলাম সব মিলিয়ে
তোমার মাঝে নাই যে কোন শোক
তুমি নিছো যা ছিল সব গিলিয়ে
মনুষত্যে নেই তোমার কোন ঝোঁক ।

পাখী, ওড়ে
ঘরে, ফেরে
তারে, ডাকে
সুখে, থাকে
যন্ত্রণা বিপুল পরিমাণে
নব উদ্যমে ।।

সব বৃষ্টি মেঘ হয়ে যায় উড়ে,
সব প্রেম ক্ষোভ হয়ে যায় দূরে ।

অপেক্ষায় চীর ধরেছে, বিমর্ষ আত্মা
যে কথা হয়েছে বলা, তা করেছো হত্যা ।

একদিন, তিনদিন কতদিন, অসীম...
তবে শূন্য বলে একটি অঙ্ক রয়েছে,
এবং কথনো হিমাঙ্ক ...
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments