সর্বশেষ

উত্তর কোরিয়া

সেই শেষ প্রহরেও আমি জাগ্রত,সাবধান প্রতিমুহূর্তে
পুঁজিবাদী সুসমাচার আর লেজুড়বৃত্তি আজ পর্যন্ত আমাকে ছুঁতে পারেনি ।
উপদ্ধীপের দালাল যখন স্বকীয়তা বিসর্জন দিয়ে মহাশয়তান ডেকে আনে,
ঘন ঘন মহড়ায় কিছু একটা বার্তা পাঠায়
আমি তখনো সশস্ত্র পাহারায়,অটল, জেগে থাকি রাতের পর রাত ।

আমি সংগ্রামী, চীর দুর্জয়, অসীম সাহসী
ব্যালেস্টিকের ভয় আমি পাইনা, চুরমার আমিও করতে পারি
আমি ইরাক,লিবিয়া, সার্বিয়া নয় !
পাল্টা আঘাতে স্তব্ধ করে দিতে আমিও প্রস্তুত ।

সাম্যের বাণী যে মহাস্বার্থবাজ ও তার মিত্রদের কানে সহ্য হয়না,
অপরের অধিকার দিতে যারা অনিচ্ছুক, জবরদস্তি করে সম্পদ অপদখল করে
রক্তের বন্যায় মানবতাকে ভাসিয়ে দিচ্ছে যেগুলো
আমার বুকে থাকা সব বিপ্লবী তাদের বিরুদ্ধে উত্‍স্বর্গীত ।

আমি নব্য পৃথিবীর সব দানব পরাস্ত করার প্রথম ঘাঁটি, সব বিপ্লবীর নির্ভয় আশ্রয় ।

যে যুদ্ধে সত্য ও ন্যায়ের বিজয় অবধারিত, তা ত্বরাণ্বিত করতেই আমি
দুর্বিনীত, প্রলয়ঙ্কাকরী, স্পষ্টভাষী
আমি উত্তর কোরিয়া ; সুশৃঙ্খল শোষণকারীদের কাছে বড় অপ্রিয় একটি নাম ।
উচ্চারণেই কেঁপে ওঠে পুঁজিবাদের ভিত্তিভূমি !!

[উত্‍স্বর্গ: কিম জং উন যার বলিষ্ঠ নেতৃত্বে উত্তর কোরিয়া আজো আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদীদের নাকের ডগায় বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে । সেই সঙ্গে উত্তর কোরিয়ার প্রতিটি সেনাসদস্য, নিউক্লিয়ার বিজ্ঞানী, সাধারণ জনতা ও ইরান, ভেনিজুয়েলা, রাশিয়া ও চীনের প্রতিও উত্‍স্বর্গীত।]
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments