সর্বশেষ

বীণ কী আবার বাজছে তবে ?

কোরিয়া উপদ্ধীপের উত্তেজনা আর সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের জটিল অবস্থা কী একইসূত্রে গাঁথা নয় ?
এদিকে নিউক্লিয়ার বোমাবহনযোগ্য বি-২ স্টিলথ বিমানের অবৈধ উড্ডয়ন আর ওদিকে সিরিয়ার বিপথগামী পশ্চিমা অনুচরদের জন্য গোলান মরুভূমিতে অবৈধ ইসরাঈলের অস্থায়ী চিকিত্‍সা কেন্দ্র স্থাপন কেমন যেন আমাকে ভয়ে, আতঙ্কে এবং একই শুভ্র আনন্দে উদ্বেলিত করছে ।

উত্তর কোরীয়া জানিয়ে দিয়েছে সে মার্কিন মূল ভূখন্ডে আক্রমণ চালাবে , রাশিয়া জরুরী ভিত্তিতে কৃষ্ণ সাগরে অর্ধশতাধিকের বেশি যুদ্ধ জাহাজ নামিয়েছে , ইরান ঘোষণা দিয়েছে পূর্বের যেকোন সময়ের চেয়ে তাদের অত্যাধিক সামরিক সক্ষমতার । বাশার আল আসাদ ব্রিক্সভুক্ত দেশগুলোর কাছে সহযোগিতা চেয়েছে ।
আধুনিক একটা শীতলতম সময় নীরবে চলে যাচ্ছে ! যেকোন সময় যুদ্ধের ভয়াবহ ডামাডোল বাজতে পারে ।

এবারের সংগ্রাম ভালো আর মন্দের সংগ্রাম । এবারের যুদ্ধটা পুঁজিবাদী নোংরা শাসনব্যবস্থাকে আস্তাকুঁড়ে ছুঁড়ে ফেলার যুদ্ধ ।
অসহায়,নিপীড়িতদের জেগে ওঠার এইবারই সময় ।
যে বীণ বাজিয়েছে অসুরেরা তা থামিয়ে দিতে আরেকটি বীণের সমন্বিত বেজে ওঠা এখন সময় ও মানবতার দাবী ।
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments