দূরন্ত সময় পার হয়ে যায় দুর্বার, দূরদূরান্তে
দুর্গম পথ,পথে পথে বিপদ সকাল-সন্ধ্যে ।
স্বপ্ন বিলাস, কাঙ্খিত কস্ ,পরতে পরতে উপলব্ধি
ভ্রান্ত মানস, ক্লান্ত মানুষ, ক্ষয়ে বয়ে যাওয়া পরিধি ।।।
সূক্ষ্ম ভীতি , নষ্ট খ্যাতি, মুখে মুখে খুব মার্জিত
চর্মরোগী, কল্কিবিধি, পাবিনা যা কিছু কষ্টার্জিত ।।
0 Comments