সর্বশেষ

ধর্ম সম্পর্কে আমার জানার প্রবণতা সেই ছোটবেলা থেকে । কোন একটি ধর্ম নিয়ে না, প্রায় প্রচলিত সব ধর্ম সম্পর্কে জানার আলাদা রকমের একটি শখ ছিল আমার । সেই শখের প্রদীপ এখনো নিভে যায়নি ।

যে কোন বিষয়ে সেটা হোক বিজ্ঞান, অর্থনীতি, ভূগোল পরিষ্কার জ্ঞান না থাকলে সে বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকাটাই আসলে বুদ্ধিমানের কাজ ।
ধর্ম সে যেকোন ধর্মই হোক সে ধর্ম সম্পর্কে উপযুক্ত জ্ঞান অর্জন না করে তার প্রশংসা কিংবা নিন্দা কোনটাই করা উচিত নয় । কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এর সম্পূর্ণ ভিন্ন ।
যেসব ছাগলপ্রজাতির মানবগোষ্ঠীর ধর্মের জ্ঞান অন্যকোন সমালোচকের বই থেকে নেওয়া সেগুলো কান পর্যন্ত দাঁত বের করে ধর্মকে কটাক্ষ করে ।
আবার ধর্মের ধ্বজাধারীরা প্রগতিশীলতা সম্পর্কে না জেনেই পুঁজিবাদী, নোংরা মানসিকতার নারীর শরীর ভোগীদের প্রগতির ধারক বলছে ।
এই দুই অংশকেই নিজেদের শুধরানোর প্রয়োজন । কারো সম্পর্কে বলতে গেলে তার সম্পর্কে আগে জানতে হবে, তারপর যাচাই, তারপর না হয় প্রকাশ করুন ।
তাতে গঠনমূলক সমালোচনাও হবে, আবার সৌহার্দ্য ও সম্প্রীতিরও অভাব হবেনা ।
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments