বাঙালিরে বাঙালি !!!
কত বাঙালি, কত যে বাঙালি !!!
কোথায় থাকে এতো বাঙালি যখন এফএম রেডিওতে ভাষা বিকৃতি করে নষ্টা মেয়েগুলো আর নষ্ট ছেলেগুলো ?
কোথায় থাকে এতো বাঙালি যখন ডোরেমন কিংবা ইস্টার জলসায় ছেঁয়ে যায় প্রতিটি ঘর ?
কোথায় থাকে এতো বাঙালি যখন বাঙালির হাজার বছরের লুঙ্গি নিষিদ্ধ করা হয় ?
কোথায় থাকে এতো বাঙালি যখন ৮ ফাল্গুনের পরিবর্তে ২১ শে ফেব্রুয়ারি চলে আসে ?
কোথায় থাকে এতো বাঙালি যখন ইলিশগুলো ওপারের দাদাদের দেশে পাচার হয় ?
কোথায় থাকে এতো বাঙালি যখন বিশ্ববিদ্যালয়ে মাতৃভাষায় পরীক্ষা দিতে গেলে বাঁধা দেওয়া হয় ?
কোথায় ? কোথায় থাকে এতো বাঙালি ?
একদিনের এইসব বাঙালিদের হাজার বছরের বাঙালি চপ্পল বা খড়ম দিয়ে মারতে ইচ্ছে হয় । আর মাছের আঁশটে ধোয়া পানি ছিটিয়ে বাঙালির জন্য মায়াকান্না মুছে ফেলতে হয় , খুব ইচ্ছে হয় ।
0 Comments