একদিন সদ্যবিকালে সেলফোনে তোমার একটি বার্তা এলো । আমি কেঁপে উঠলাম, অনেকক্ষণ চললো বার্তা দেওয়া ও নেওয়া । তারপর কথা ও হল ।
দুইদিনের মধ্যে জানিয়ে দেওয়া হল তীব্য টানের কথা । তারপর সে কী উদ্যম দুজনের । কয়েকদিনের মধ্যে দেখা হল নিশীর প্রথম প্রহরে । সুখ আর সুখ !
কথা চলে, দেখা হয় , কথা হয়, স্বপ্ন দেখায়, স্বপ্ন দেখাই , পরম যত্নে আমাকে অভিভূত করো তুমি ।
তোমার শরীরের গন্ধে বিমুগ্ধ হলাম ! স্বর্গীয় আস্বাদন আর অমীয়, অমৃত কত যে কিছুর সম্ভার তুমি ।
মাঝপথে কী হলো তোমার ? এ কী দেখলাম ! এ কী শুনলাম ! বেজন্মা রোমন্থন তোমার শীরায়, তুমি বিশ্বনষ্টা, ধ্বজভঙ্গের রক্ষিতা তুমি ।
এখন সব অস্বীকার করো , সঙ্গীহীনতা নামের বেশ্যাতত্ত্ব দাও, তোমার ওপর প্রবেশাধীকারে অবরোধ দিয়েছো । তাতে তুমিও ভালো নই, ঈশ্বরের পরোক্ষ নজরবন্দীতে তুমি প্রতিনিয়ত ক্ষতবিক্ষত । পাপবোধ আর অনুশোচনা তোমাকে ধসিয়ে দিবে ক্রমে নষ্টদের প্রকাশ্য কাতারে ।
আমি শুধু কাঁদলাম, আমি শুধু বেঁচে থেকেও মরে গেলাম, আমি শুধু বিমোহিত হলাম কিছু স্মৃতি নিয়ে !!!
আমি শুধু প্রতারিত হলাম, আমি শুধু ঠকে গেলাম, আমি শুধু নিজেকে অবিশুদ্ধ এক দাগী নারীর সঙ্গে জড়িয়ে ছোট করলাম !
(একজন বড় ভাইয়ের জীবনের কাহিনীকে ফুটিয়ে তোলা হয়েছে।)
0 Comments