যেমন ধর নীল অথবা বিবর্ণ
ন্যাপথালিনের গন্ধে এখনো কী বিহবল ?
সুনিপুণ সুনির্মল বাসি সেই দুর্গন্ধ শরীরাত্মা,
ঘর্মাক্ত স্নায়ু, কিছুকাল ফ্রেমের অভ্যন্তরে আর্কাইভ খোলে
একমাত্র দর্শনার্থী আমি, তোমাকে খুঁচিয়ে খুঁচিয়ে পর্যবেক্ষণ করি,
স্মৃতির মাঝেই জীবন্ত , অশরীরেই কেবল মায়াবতী ।
শুদ্ধ সাধনায় অস্তিত্বের সংকটে তুমি,
পরের সেকেন্ড থেকে আমিই আত্মতৃপ্ত, তুমি ফাঁকা
ধুতুরা, অযোগ্য-ধারণ করার বিশুদ্ধ এ স্বত্বা ।।
0 Comments