সর্বশেষ

হায়রে ভজনালয়!ভন্ডের জয় জয়

'শত্রুদের ( মুসলমানদের ) হাতে অর্থ চলে গেলে আমাদের জাতীয়তা, ভাষা ও ধর্ম সবই ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে । ' -মিয়ানমারের মান্দালয়ের ভিক্ষু ওয়ারাথুর ।
[সূত্র : সমকাল,১ এপ্রিল]
হায় বুদ্ধ ! আপনি বেঁচে থাকলে এখন বিস্ময়ে হতবাক হয়ে যেতেন ! আপনার অমর বাণীকে এখন আর শ্রদ্ধা করা হয়না । ' অহিংসার বদলে হিংসা ' এখন আপনার নামে প্রচার করা হয় । তাতে নেতৃত্ব দেয় আপনার বাণী বিক্রি করে জীবীকা নির্বাহ করা ভিক্ষু ।
ফিরে এসো অহিংসা,ফিরে আসুক পরমধর্ম ।
মিয়ানমারের প্রতি ইঞ্চি ভূখন্ড হোক অহিংসার প্রচারভূমি । অথবা মাটিতে মিশিয়ে দেয়া হোক সাম্প্রদায়িকতার বীজ বোনা অধার্মিকগুলোকে, যারা ধর্মকে পুঁজি করে হত্যাযজ্ঞ চালাচ্ছে নির্বিচারে ।
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments