সর্বশেষ

এ এমনি এক পৃথিবী

যেখানে সেদিনের তীব্র গরুবাদী, নিমিষে ছাগলজ্ঞ হয়ে যায়
এইতো কিছুদিন পূর্বেই যে গরু নিয়ে কাব্যের পর কাব্য লিখেছে
আজ গরু খারাপ,ছাগলের ব্যাপক চাহিদা
এইতো এমনই এ পৃথিবী ।

গর্ত থেকে মুখ বের করতে যে ইঁদুর ভয়ে মুখ লুকাতো
সেটি আজ একটি সজারুর পোশাক পরে কাঁটা বিছিয়ে বেড়াচ্ছে
আর হাস্যকরভাবে মানুষের পদতলে প্লাস্টিকের কাঁটা পিঁশে যায়...
এ এমনই এক পৃথিবী ।।

বর্ণচোরা, হিজিবিজি গিজিহিজি, এদিক থেকে সেদিক থেকে
ভয়ার্ত দূষণে, পরিষ্কার শয়তানী ও চতুর্মাত্রিক বাজনা
এবং কতযে শত মিষ্টি ধাপ্পাবাজি !
মিশ্র অভিব্যক্তি, সুষ্পষ্ট প্রপঞ্চযন্ত্র পদে পদে এখানে
এ এমনই এক পৃথিবী !

স্থবির চাওয়া, দাগহীন চিন্তা, বিশুদ্ধ সঙ্ঘবদ্ধতা
মতলববাজদের ভ্রুকুঞ্চন করে আড়ালে বারবার ; কদাচিত্‍ প্রকাশ্যে
এ এমনই এক পৃথিবী ।।
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments