তুমি এলে কেমন যেন ঝড়ের মত
কেমন এক অপার্থিব ঝলক
আমাকে প্রবলভাবে নাড়িয়ে
ঠোঁটের ছোঁয়ায়
হৃদয় খোয়ায়
আমার যে কাঁপন ,তার পতন তোমারও বুকে।
পরে চলে যাওয়ার চেষ্টা করলে
ছিঁড়ে ফেললে নিজের হাতে
আত্মার বন্ধন
আমার ভালবাসাটুকু ছিল দুঃস্বপ্নকন্যার তরে
তার চিন্তা ও ভাবনায় অন্যের জীবনের
স্থান নেই ।
আমি একজন অন্য ।
কেমন এক অপার্থিব ঝলক
আমাকে প্রবলভাবে নাড়িয়ে
ঠোঁটের ছোঁয়ায়
হৃদয় খোয়ায়
আমার যে কাঁপন ,তার পতন তোমারও বুকে।
পরে চলে যাওয়ার চেষ্টা করলে
ছিঁড়ে ফেললে নিজের হাতে
আত্মার বন্ধন
আমার ভালবাসাটুকু ছিল দুঃস্বপ্নকন্যার তরে
তার চিন্তা ও ভাবনায় অন্যের জীবনের
স্থান নেই ।
আমি একজন অন্য ।
0 Comments