সর্বশেষ

সংবাদ উৎস : নয়া সাম্রাজ্যবাদী জাল

আমরা কি দেখি সংবাদে?আন্তর্জাতিক পাতায়?কারা দেখায়?
আমরা দেখি দরিদ্র আফ্রিকা,রাশিয়া, ভুখা ল্যাটিন আমেরিকা,যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্য, একনায়ক কবলিত উত্তর কোরিয়া, গরীব এশিয়া, অনাধুনিক বলকান, আবছা ককেশাস।সব নেতিবাচক সংবাদ।আর যত ইতিবাচক সংবাদ তা হচ্ছে পশ্চিম ইউরোপ আর উত্তর আমেরিকার।এর কারণ কি?
২।

কারণ যে উত্‍স থেকে আমরা কথিত বিশ্ব সংবাদ পাই তা দেয় হাতে গোনা তিনটি টি সংবাদ সংস্থা।AFP,AP,Reuters।এর মধ্যে AFP ফ্র্যান্সের, AP আমেরিকা যুক্তরাষ্ট্রের এবং Reuters ব্রিটেনের।আর এই তিনটি রাষ্ট্রই পৃথিবীর সবচেয়ে ভয়াবহ সাম্রাজ্যবাদী রাষ্ট্র।তারা Propaganda চালিয়ে আপনার মষ্তিষ্কে একটি অদৃশ্য উপনিবেশ তৈরি করে।এর ফল হয় আপনার বুদ্ধিবৃত্তিক দাসত্ত্ব।ওরা যা বলে তাই আপনি বিশ্বাস করেন।এমনকি কল্পিত WMD এর ভয় দেখিয়ে একটি তরতাজা ইরাককে ধ্বংস করে ফেললেও আপনি ওদের হামলাকে আগ্রাসন বলেন না ।That's your mental slavery,You r just a western slave.
৩।
Weapons of Mass Destruction-WMD প্রোপাগান্ডার ফলে জন্ম নেয়া টার্ম।ইরাকে হামলার আগে এই জুজু প্রচার করে CNN,FOX,BBC,ABC এবং ইউরোপ ও আমেরিকার সাধারণ মানুষকে সাদ্দামের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলা হয়।অনুমোদন আসে হামলার।আমাদের দেশের আন্তর্জাতিক পাতা ভরা দেখা যায় হামলায় নিহতদের খবর।এখন দেখা যায় ড্রোনে সন্দেহভাজন জঙ্গী মৃত্যুর খবর।এটা Suspected Terrorist এর বঙ্গানুবাদ।এই টার্মের আওতায় সাধারণেও টেররিস্ট হয়ে যায়।এমন কি পশ্চিমা মিডিয়া আমাকে আর আপনাকে বাধ্য করে তারা যাকে শত্রু মনে করে আপনাকেও আমাকেও তাই মনে করতে।মিডিয়া অবজেকটিভ নেই।এটি একটি প্রোপাগান্ডা অস্ত্র।কখনো পড়েছেন আন্তর্জাতিক পাতার সংবাদের নিচের উত্‍সের নাম?কার সংবাদ কে দিচ্ছে তা ভেবেছেন?ভেবেছেন সংবাদের আড়ালের সংবাদের কথা?
ভাবা দরকার ।RT,Xinhua,Anadolu,Vice, NNN,MEM,Al Manar,Press,Ruptly এই বিকল্প পৃথিবীটার খবর রাখেন আপনি?
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments