১৯২৩ সালের নভেম্বর।
এডল্ফ হিটলার জার্মানীর শাসক হওয়ার আগে বৃহত্তর জার্মান জাতীয়তাবাদে বিশ্বাসীদের নিয়ে ইহুদী,কম্যুনিস্ট ও তত্কালীন ক্ষমতাসীনদের হটাতে এদের বিরুদ্ধে একটি অভ্যত্থানের চেষ্টা করেন।কিন্তু তিনি ও তার অভ্যত্থান ব্যর্থ হয়।গ্রেফতার হয় এডলফ হিটলার!
হিটলারের বিচার চলছে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে।অভ্যত্থানের সহকারীরা সবাই এতে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে আত্মপক্ষ সমর্থন করলো।একমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহানায়কই অভ্যত্থান করার কথা অকপটে স্বীকার করলেন।হিটলারকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে সে সোজা উত্তর দেয়,'Yes,I'm guilty...if.....I'm guilty then I am guilty of fighting to defend the rights of the German people.
বিচারকরা তো অবিশ্বাস্যরকম বিমুগ্ধ হলেন এই উত্তর শুনে!
উপস্থিত রাষ্ট্রপক্ষের আইনজীবী তাকে অভিযোগ করে বলে,'In November of last year...You've been accused of high treason and called an enemy of the state.
হিটলার একটু সময় নিয় পুরো আদালত ঘুরে দেখলেন।কয়েকশ মানুষ পেয়ে সে বলা শুরু করলো তাঁর ভেতরের কথা।জনতা দেখলেই যে তাঁর উদ্দীপনামূলক পুনর্জাগরনের কথা বলতে ইচ্ছে করে।হিটলার তাই শুরু করলো এভাবে:
If a thief takes your money and you take it back...Does that make you also a thief?
এডল্ফ হিটলার জার্মানীর শাসক হওয়ার আগে বৃহত্তর জার্মান জাতীয়তাবাদে বিশ্বাসীদের নিয়ে ইহুদী,কম্যুনিস্ট ও তত্কালীন ক্ষমতাসীনদের হটাতে এদের বিরুদ্ধে একটি অভ্যত্থানের চেষ্টা করেন।কিন্তু তিনি ও তার অভ্যত্থান ব্যর্থ হয়।গ্রেফতার হয় এডলফ হিটলার!
হিটলারের বিচার চলছে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে।অভ্যত্থানের সহকারীরা সবাই এতে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে আত্মপক্ষ সমর্থন করলো।একমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহানায়কই অভ্যত্থান করার কথা অকপটে স্বীকার করলেন।হিটলারকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে সে সোজা উত্তর দেয়,'Yes,I'm guilty...if.....I'm guilty then I am guilty of fighting to defend the rights of the German people.
বিচারকরা তো অবিশ্বাস্যরকম বিমুগ্ধ হলেন এই উত্তর শুনে!
উপস্থিত রাষ্ট্রপক্ষের আইনজীবী তাকে অভিযোগ করে বলে,'In November of last year...You've been accused of high treason and called an enemy of the state.
হিটলার একটু সময় নিয় পুরো আদালত ঘুরে দেখলেন।কয়েকশ মানুষ পেয়ে সে বলা শুরু করলো তাঁর ভেতরের কথা।জনতা দেখলেই যে তাঁর উদ্দীপনামূলক পুনর্জাগরনের কথা বলতে ইচ্ছে করে।হিটলার তাই শুরু করলো এভাবে:
If a thief takes your money and you take it back...Does that make you also a thief?
এই তাত্ক্ষণিক জবাবে পুরো আদালত পাড়া ও বিচারক ধাক্কা খেলেন।এরপরের
আধঘন্টা হিটলার যে বক্তব্য দিলেন তার সারমর্ম হচ্ছে,প্রথম বিশ্বযুদ্ধে
ন্যায়ের পথে থেকেও জার্মানীকে দোষারোপ করা হয়েছে।জার্মান জাতির উপর চাপিয়ে
দেওয়া হয়েছে অন্যায় ভার্সাই চুক্তি,যুদ্ধের সমস্ত ক্ষতিপূরণ জার্মানীকে বহন
করতে হচ্ছে এ চুক্তির কারণে।পাঁচ বছর আগে (১৯১৮ এর নভেম্বরে)এই
চুক্তিকারীরা জার্মানীর কাছ থেকে যা ছিনিয়ে নিয়েছে আমি তাই ফিরিয়ে আনতে
বিপ্লব করেছি...।
এই বক্তব্য এতটাই প্রভাব বিস্তার করে যে বিচারকরা তার জাতীয়তাবাদী মনোভাবে ভীষণভাবে আকৃষ্ট হয় এবং তাকে বিশেষ বিবেচনায় ক্ষমা করে দেওয়া হয়।
১ এপ্রিল ১৯২৪ সালে হিটলারকে অভিযুক্ত করে রায় দেওয়া হয়।তাঁকে ২০০ গোল্ড মার্ক জরিমানাসহ পাঁচ বছরের জেল দেওয়া হয় যা ৯ মাসে জামিনযোগ্য ছিল।
এই রায়ে হিটলারের সোস্যালিস্ট ন্যাশনালিস্ট পার্টি আবার হিটলারকে ফিরে পায়,প্রচারণা ও সংগ্রামের নতুন সুযোগ তৈরি হয়...
এই বক্তব্য এতটাই প্রভাব বিস্তার করে যে বিচারকরা তার জাতীয়তাবাদী মনোভাবে ভীষণভাবে আকৃষ্ট হয় এবং তাকে বিশেষ বিবেচনায় ক্ষমা করে দেওয়া হয়।
১ এপ্রিল ১৯২৪ সালে হিটলারকে অভিযুক্ত করে রায় দেওয়া হয়।তাঁকে ২০০ গোল্ড মার্ক জরিমানাসহ পাঁচ বছরের জেল দেওয়া হয় যা ৯ মাসে জামিনযোগ্য ছিল।
এই রায়ে হিটলারের সোস্যালিস্ট ন্যাশনালিস্ট পার্টি আবার হিটলারকে ফিরে পায়,প্রচারণা ও সংগ্রামের নতুন সুযোগ তৈরি হয়...
0 Comments