সর্বশেষ

ন্যান্সি আত্মহত্যা

ন্যান্সি আত্মহত্যা করতে গিয়ে কোনমতে বেঁচে আছে।নেত্রকোনায় নিজের বাড়িতে এ ঘটনা ঘটাতে যায় সে।অবস্থা খারাপ দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হলে আশঙ্কামুক্ত হয়।[এটিএন নিউজ]
এই তো সেই ন্যান্সি,সেই মিষ্টি কন্ঠী ন্যান্সি...'পাগল তোর জন্য রে','দ্বিধা','আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই'এর সেই ন্যান্সি...সেই ন্যান্সি এই যে!যে ক্যারিয়ারের শুরুতে হাসিমুখে পত্রপত্রিকা ও টিভিতে নিজের স্বামী ও সন্তানকে নিয়ে প্রচন্ড সুখী বলে সাক্ষাত্‍কার দিতো।বলতো,ওর (স্বামীর)উত্‍সাহেই আমি গান গাই,ও খুব হেল্পফুল....ইত্যাদি ।
তারপর যখন ক্যারিয়ার তুঙ্গে,জনপ্রিয়তার শীর্ষে আমাদের ন্যান্সি তখন ঠাস করে সেই বেচারা ছেলেটিকে তালাক দিয়ে দিলো!!!স্বামীর সাথে নাকি যাচ্ছিল না আর!হায় খোদা!মিডিয়ার কৃত্রিম ঝলকে শিকড়কে দূরে ঠেলে দিল মেয়েটি!
তা যাদের সাথে যাচ্ছিল তাদের সাথে ঠিক কতটা সুখে যাচ্ছিল ন্যান্সির যে তাকে আত্মহত্যা করতে যেতে হলো?
'পাগল...পাগল..পাগল..'
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments