আমার বেঁচে থাকা সময়ে শয়তান ফিরেছে
স্বদলবলে।আশ্বিনের পূর্বেই প্লাস্টিকের হাসিতে
মফস্বলের অন্দর থেকে উঠে আসা পতিতা নেচেছে,
গেয়েছে এবং শতসঙ্গের পসরা খুলেছে।
স্বদলবলে।আশ্বিনের পূর্বেই প্লাস্টিকের হাসিতে
মফস্বলের অন্দর থেকে উঠে আসা পতিতা নেচেছে,
গেয়েছে এবং শতসঙ্গের পসরা খুলেছে।
আমার কবিতা লেখার সময়ে লাগামহীন দাঁতাল এসেছে
কোন ময়লার ঝুড়ি থেকে উঠে ইটের ঘরে দেয়ালে ঘষে ঘষে দাঁতে ধার দিচ্ছে
কবিতার উপর কামড় বসাতে।গদ্যছন্দ গিলে খাবে,চাবাবে শিরোনাম
নিরাবেগে শুষে নেবে কৃষ্ণসৃষ্ট সব উপখ্যান।
আমার চিন্তার বহিঃপ্রকাশের সময়ে ভোগবাদী বদমাশদের জন্ম
অসত্ অর্থে বেড়ে উঠে যারা অবিবেচকের মত গোগ্রাসে খাচ্ছে
ছিড়ে ছিড়ে মেধা খাচ্ছে,সৃজনশীলতা খাচ্ছে কটকটির মত,
চুষে নিঃশেষ করছে মানুষের সমস্ত সুপ্তশক্তি,তীব্র সততা
পশুর মত ভোগের পর ভোগ করেই যাচ্ছে
তৈরি হচ্ছে বদমাশের বদকারখানা।
আমার ঘর সাজানো সময়ে ভেসে এসেছে আগাছার ঝাঁক
বিচারের মানদন্ডে শতভাগ পরাধীন,
অনুগ্রহপ্রাপ্ত কীটবর্গের উল্লাসের প্রহর এসেছে,
গলা ফাটিয়ে ছড়াচ্ছে বজ্রকন্ঠে অসত্যের বার্তা
সজারুর পাল কাঁটা ফুটিয়ে অপেক্ষায় আছে
কবে আমি এলে একযোগে হত্যা করবে।
আমি বেঁচে থাকতে পঁচা শয়তানের গন্ধ বেরিয়েছে
আমি বেঁচে থাকতে কবিতারা সব নির্বাসনে
আমি বেঁচে থাকতে চিন্তারা সমাপ্ত
আমি বেঁচে থাকতেই শুরু মৃতদের রাজত্ত্ব ।
কোন ময়লার ঝুড়ি থেকে উঠে ইটের ঘরে দেয়ালে ঘষে ঘষে দাঁতে ধার দিচ্ছে
কবিতার উপর কামড় বসাতে।গদ্যছন্দ গিলে খাবে,চাবাবে শিরোনাম
নিরাবেগে শুষে নেবে কৃষ্ণসৃষ্ট সব উপখ্যান।
আমার চিন্তার বহিঃপ্রকাশের সময়ে ভোগবাদী বদমাশদের জন্ম
অসত্ অর্থে বেড়ে উঠে যারা অবিবেচকের মত গোগ্রাসে খাচ্ছে
ছিড়ে ছিড়ে মেধা খাচ্ছে,সৃজনশীলতা খাচ্ছে কটকটির মত,
চুষে নিঃশেষ করছে মানুষের সমস্ত সুপ্তশক্তি,তীব্র সততা
পশুর মত ভোগের পর ভোগ করেই যাচ্ছে
তৈরি হচ্ছে বদমাশের বদকারখানা।
আমার ঘর সাজানো সময়ে ভেসে এসেছে আগাছার ঝাঁক
বিচারের মানদন্ডে শতভাগ পরাধীন,
অনুগ্রহপ্রাপ্ত কীটবর্গের উল্লাসের প্রহর এসেছে,
গলা ফাটিয়ে ছড়াচ্ছে বজ্রকন্ঠে অসত্যের বার্তা
সজারুর পাল কাঁটা ফুটিয়ে অপেক্ষায় আছে
কবে আমি এলে একযোগে হত্যা করবে।
আমি বেঁচে থাকতে পঁচা শয়তানের গন্ধ বেরিয়েছে
আমি বেঁচে থাকতে কবিতারা সব নির্বাসনে
আমি বেঁচে থাকতে চিন্তারা সমাপ্ত
আমি বেঁচে থাকতেই শুরু মৃতদের রাজত্ত্ব ।
0 Comments