গুচ্ছ গুচ্ছ দ্বিমুখী সাপ ফনা গুটিয়ে রেখেছে,
আমার চলতি পথে
তুমি,তোমার দশপ্রকার সঙ্গী,প্রতিবন্ধী পরিবার আর কত?
নিষিক্ত অভিলাষ থরথর করে কাঁপে
সন্ত্রস্ত আনাড়ী হৃদয়।মনে আছে এক সন্ধ্যায় বলেছিলে
'খোদার কসম আর কাউকে ভালবাসবোনা '-সেই থেকে শুরু
বর্তমানে দেহের দুই তৃতীয়াংশ আমার গাঢ় নীল
আত্মারর সবটুকু কোনঠাসা
ছাতুর মত গুড়ো গুড়ো করে উড়িয়ে দিছো বিশ্বাস ও আস্থা,
ছি ছি!কি নির্লজ্জের মত বলে দিল
কে আল্লাহ,কিসের কি প্রতিজ্ঞা ?
আমার চলতি পথে
তুমি,তোমার দশপ্রকার সঙ্গী,প্রতিবন্ধী পরিবার আর কত?
নিষিক্ত অভিলাষ থরথর করে কাঁপে
সন্ত্রস্ত আনাড়ী হৃদয়।মনে আছে এক সন্ধ্যায় বলেছিলে
'খোদার কসম আর কাউকে ভালবাসবোনা '-সেই থেকে শুরু
বর্তমানে দেহের দুই তৃতীয়াংশ আমার গাঢ় নীল
আত্মারর সবটুকু কোনঠাসা
ছাতুর মত গুড়ো গুড়ো করে উড়িয়ে দিছো বিশ্বাস ও আস্থা,
ছি ছি!কি নির্লজ্জের মত বলে দিল
কে আল্লাহ,কিসের কি প্রতিজ্ঞা ?
এখন তোমার আয়ত্ত্বে সমগ্র শরীরী প্রেম
কাউকে না কাউকে চলেছোই ভালবেসে
একটু পাশে বসে শুনছি,দেখতে বড় ঘেন্না লাগে যে...
কাউকে না কাউকে চলেছোই ভালবেসে
একটু পাশে বসে শুনছি,দেখতে বড় ঘেন্না লাগে যে...
0 Comments