বালিকা,
পৃথিবী তার উপরের সব কিছুকে টেনে ধরে
আর তুমি রাখো শুধু আমাকে,
উচ্চ বেগে পৃথিবীর মায়া কাটানো গেলেও
পার্থিব কোন শক্তি নেই তোমার অভিকর্ষ বল থেকে আমাকে রক্ষা করার....
পৃথিবী তার উপরের সব কিছুকে টেনে ধরে
আর তুমি রাখো শুধু আমাকে,
উচ্চ বেগে পৃথিবীর মায়া কাটানো গেলেও
পার্থিব কোন শক্তি নেই তোমার অভিকর্ষ বল থেকে আমাকে রক্ষা করার....
আমি তাই চেষ্টা ছেড়েছি,
মেনেছি তুমি আমার কেন্দ্র-
তুমিমুক্ত হলে আমি হারিয়ে যাবো মহাশূন্যের সিলগালা করা অসীম কারাগারে।
মেনেছি তুমি আমার কেন্দ্র-
তুমিমুক্ত হলে আমি হারিয়ে যাবো মহাশূন্যের সিলগালা করা অসীম কারাগারে।
0 Comments