গ্রামীণ অবকাঠামো দিয়ে গড়ে ওঠা হৃদয় আমার
পোলো দিয়ে হাঁটুজলে মত্সহরণ,
কুটি বেগুনের ভর্তা কিংবা
কচুর লতি আর ছোট চিংড়ীর পরে একদিন
বেশি পেঁয়াজে করলা ভাজি-
এই তো,অল্প চাওয়া,পারবেনা থাকতে?
পোলো দিয়ে হাঁটুজলে মত্সহরণ,
কুটি বেগুনের ভর্তা কিংবা
কচুর লতি আর ছোট চিংড়ীর পরে একদিন
বেশি পেঁয়াজে করলা ভাজি-
এই তো,অল্প চাওয়া,পারবেনা থাকতে?
একটা বনের বা গোলপাতার ছাউনি অথবা বেশি হলে সস্তা টিনের চাল,
মাটির মেঝেতে পাটি বিছিয়ে তাল পাখার বাতাস,
কচিরাতের বৃষ্টির পর ঝিঁঝিঁর ডাকে কান পাতা,
তারপর পুরো রাত হারিকেনের আলোয় রাজ্যের গল্প,
তোমার কোলে মাথা রেখে-
কখন যে ঘুমিয়ে যায় পরম পরশে
এইতো এমনই ভাবি,পারবেনা থাকতে?
গ্রাম্য সারল্যে ছেয়ে দেবো তোমার শূন্যতা
গেয়ে যাবো আদি সুখের গান,অবিরহের সুর তুলে
আমরা পরস্পর এক হয়ে মরে যাবো
উত্তরাধুনিক যুগে আদি সাঁওতাল হয়েই।
মাটির মেঝেতে পাটি বিছিয়ে তাল পাখার বাতাস,
কচিরাতের বৃষ্টির পর ঝিঁঝিঁর ডাকে কান পাতা,
তারপর পুরো রাত হারিকেনের আলোয় রাজ্যের গল্প,
তোমার কোলে মাথা রেখে-
কখন যে ঘুমিয়ে যায় পরম পরশে
এইতো এমনই ভাবি,পারবেনা থাকতে?
গ্রাম্য সারল্যে ছেয়ে দেবো তোমার শূন্যতা
গেয়ে যাবো আদি সুখের গান,অবিরহের সুর তুলে
আমরা পরস্পর এক হয়ে মরে যাবো
উত্তরাধুনিক যুগে আদি সাঁওতাল হয়েই।
0 Comments