আমার হাত থেকে সাত সাতটি গোলাপ নিয়ে গিয়ে আর ফিরিয়ে দাওনি,
এমন কি আমার পুঞ্জিভূত বিশ্বাসের ভান্ডার উজাড় করে
সবটুকু নিয়ে নিছো।নিরবে দেখেছি,
আমার বাইশটি শরতের সবকটি বিকালের জমানো কথা,
আমার এক কোটি বিচিত্র স্বপ্ন লোপাট করেছো।আমার জোত্স্নাকাব্য,বৃষ্টিদর্শন
আর আমার নীলচে প্রেম গ্রাস করেছো।কাউকে বলিনি,আতঙ্কে আছি
যদি কেউ বলে বসে,'কি খবর রাকীব,তোমার শব্দরা কোথায় ?
তোমার স্থিরতা নেই কেন?তুমি কি বন্দি?'
লোকেরা,প্রতিবেশী,বান্ধব ও অবান্ধবরা অজ্ঞ,জানে যদি?
করেছো আকাশী ওড়নায় পেঁচিয়ে রেখে জোরালো সন্ধি ।
এমন কি আমার পুঞ্জিভূত বিশ্বাসের ভান্ডার উজাড় করে
সবটুকু নিয়ে নিছো।নিরবে দেখেছি,
আমার বাইশটি শরতের সবকটি বিকালের জমানো কথা,
আমার এক কোটি বিচিত্র স্বপ্ন লোপাট করেছো।আমার জোত্স্নাকাব্য,বৃষ্টিদর্শন
আর আমার নীলচে প্রেম গ্রাস করেছো।কাউকে বলিনি,আতঙ্কে আছি
যদি কেউ বলে বসে,'কি খবর রাকীব,তোমার শব্দরা কোথায় ?
তোমার স্থিরতা নেই কেন?তুমি কি বন্দি?'
লোকেরা,প্রতিবেশী,বান্ধব ও অবান্ধবরা অজ্ঞ,জানে যদি?
করেছো আকাশী ওড়নায় পেঁচিয়ে রেখে জোরালো সন্ধি ।
ভয়ে আছি।ভরাট মানবীত্ত্ব দিয়ে আগলে রেখে
পারবে কি নির্ভয়ে রাখতে?যদি না পারো
ফিরিয়ে দিও সেই সাতটি গোলাপ,সদ্য ফোঁটা শব্দমালা আর যত আবেগের ডালা,
অমিত মায়া,যত্ন,অদ্বিতীয় ছোঁয়া আর নিশ্চিতরূপে খুব খুব বেশি ভালবাসা ।
অপাত্রীতে প্রথম অনুভূতিগাঁথা অর্পণ করতে চাইনা
মেয়ে,হাজার হাজার বছর ধরে আমার থেকো,কষ্ট যেন পাইনা
পারস্পরিক মিথস্ক্রিয়ায় তুমি আমার প্রিয়পাত্রী হইও,অপাত্রী না।
16.08.2015
পারবে কি নির্ভয়ে রাখতে?যদি না পারো
ফিরিয়ে দিও সেই সাতটি গোলাপ,সদ্য ফোঁটা শব্দমালা আর যত আবেগের ডালা,
অমিত মায়া,যত্ন,অদ্বিতীয় ছোঁয়া আর নিশ্চিতরূপে খুব খুব বেশি ভালবাসা ।
অপাত্রীতে প্রথম অনুভূতিগাঁথা অর্পণ করতে চাইনা
মেয়ে,হাজার হাজার বছর ধরে আমার থেকো,কষ্ট যেন পাইনা
পারস্পরিক মিথস্ক্রিয়ায় তুমি আমার প্রিয়পাত্রী হইও,অপাত্রী না।
16.08.2015
0 Comments