সর্বশেষ

তোরে দেখে নেবো স্বাক্ষর দিতে জানা পতিতা

তোরে দেখে নেবো স্বাক্ষর দিতে জানা পতিতা
আমার কী দোষ ছিল ?
একটি দুইটি কথায় কাছে আসাআসি আমিতো জানতাম না,
আমিতো চাইনি শরীরী উন্মত্ততা,খুঁজিনি তীব্র আনন্দ
আমি চেয়েছি এতটুকু আশ্রয়,ঘর্মাক্ত অথবা
শুকনা বুকে,একটি অথবা দুহাতের জড়ানো আবেশ
আমি অবিশ্বাস চাইনি,দেখিনি তোর ভেতরের অনিষ্ট।

আমি ধরতে পারিনি ব্যবহৃত শরীরের পৃথক গন্ধ,
আমি সয়েছি নিরব নিপীড়ন,ঝাড়া দিয়ে
উঠে নিতম্ব নাচিয়ে চোখ দিয়ে ছেলে চুষে খাওয়া আসক্ত দৃষ্টি,
সেলফোনের বিকৃতরুচির কয়েকবিধ যৌনাচার,
এখন সব পরিষ্কার ,এখন দেখা যায় পাপ ও পাপী
নির্বিঘ্নে,হাঁটতে-চলতে, হৃদয়ে অজস্য ব্যথা,
তোরে দেখে নেবো স্বাক্ষর দিতে জানা পতিতা ।
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments