ঘুমের মহাজগতে তোমার একটি ঘর থাকলে ভালো হতো,
তোমাকেও পাশে রেখে দিতাম পরম আদরে
শ্রাবণের বৃষ্টিতে শীত করলে খাদি কাঁথায় গা ঢেকে দিতাম
নীল,ঘুম আমাকে কেন টানে জানতে চাও?
তোমাকেও পাশে রেখে দিতাম পরম আদরে
শ্রাবণের বৃষ্টিতে শীত করলে খাদি কাঁথায় গা ঢেকে দিতাম
নীল,ঘুম আমাকে কেন টানে জানতে চাও?
একমাত্র প্রবেশদ্বার ঘুম যা আমাকে নিয়ে যায়
সুরম্য স্বপ্নগৃহে;একা একা বছরের পর বছর যা সাজিয়েছি
তোমার স্বেচ্ছায় আবির্ভাবের গাঢ় প্রতীক্ষায়।
ঘুম আমাকে পড়তেই হয় প্রিয়া
তোমাকে পেতে...
স্বপ্নগৃহের জানালাটা খুলে দিতে।
সুরম্য স্বপ্নগৃহে;একা একা বছরের পর বছর যা সাজিয়েছি
তোমার স্বেচ্ছায় আবির্ভাবের গাঢ় প্রতীক্ষায়।
ঘুম আমাকে পড়তেই হয় প্রিয়া
তোমাকে পেতে...
স্বপ্নগৃহের জানালাটা খুলে দিতে।
0 Comments