সর্বশেষ

পাক-ভারত যুদ্ধটা বেঁধেই গেলো


শেষ পর্যন্ত পাক-ভারত যুদ্ধটা বেঁধেই গেলো মনে হচ্ছে । পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকে ২ পাক সেনাসহ ৩৮ মিলিট্যান্ট নিহত হয়েছে (NDTV,Times of India) । এর জবাবে পাকিস্তানের পাল্টা হামলায় ১৪ ভারতীয় সেনা নিহত এবং একজন ভারতীয় সেনা ধরা পড়েছে (বাংলানিউজ২৪, Dawn) । ফের লাইন অব কন্ট্রোল অশান্ত ! পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মত পারমানবিক শক্তিধর দুই দেশের সরাসরি যুদ্ধ হতে যাচ্ছে কি তবে ? এটি এখনই না থামলে বিশ্বযুদ্ধে রূপান্তরিত হতে পারে । বাংলাদেশের সর্বোচ্চ নিরাপত্তার কথা ভেবে সিদ্ধান্ত নিতে হবে এখন । যুদ্ধ নয়, শান্তি হোক আমাদের কাম্য । প্রতিবেশি ভারত যুদ্ধে জড়ালে তা আমাদের প্রভাবিত করতে পারে । তাই এই যুদ্ধ যেন বড় করে না হয় তা মনেপ্রাণে কামনা করি। যুদ্ধ ছেলে খেলা নয় । মোদিকে বুঝতে হবে এটা গুজরাটের দাঙ্গা না, পাকিস্তানকে বুঝতে হবে এটি বেলুচিস্তান না । এবারের প্রতিপক্ষের হাত সবচেয়ে ভয়ানক মারণাস্ত্র রয়েছে । কেউ বাঁচতে পারবেনা এই যুদ্ধটা স্থায়ী হলে ।
#IndiaPakistanWar #Indo-Pak WAR
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments