সৈকতে ঘুমিয়ে আছে আইলান কুর্দি।তার পেট পানি খেয়ে ফোলা।উপুড় হয়ে বালির কথা
কান দিয়ে শুনছে বাচ্চাটি।সবার সামনে সমুদ্রে মরে গেছে আইলান কুর্দি।
পিছনে চলুন।দুইহাজার তেরো।না,তারও আগে।দুই হাজার তিন।নাকি তার পূর্বেও যেতে চান?যেখানেই যাবেন ঘটনার খলনায়ক এক।আজকে যার ভূখন্ডে যেতে মরতে হলো আইনালের সংকটের সূত্রপাত ঘটিয়েছে সে বা তারা।আপনাকে গিলিয়েছে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ।মিষ্টি করে বলা হয় ওয়ার অন টেররিজম।
পিছনে চলুন।দুইহাজার তেরো।না,তারও আগে।দুই হাজার তিন।নাকি তার পূর্বেও যেতে চান?যেখানেই যাবেন ঘটনার খলনায়ক এক।আজকে যার ভূখন্ডে যেতে মরতে হলো আইনালের সংকটের সূত্রপাত ঘটিয়েছে সে বা তারা।আপনাকে গিলিয়েছে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ।মিষ্টি করে বলা হয় ওয়ার অন টেররিজম।
এই যে বড় দরদি ইইউ।সভ্য আমেরিকা।ন্যাটোকে লেলিয়ে দিয়ে ফোরাতের তীরকে
রক্তাক্ত করেছে এরাই।সেই শুরু।তিকরিত,মসুল,ফালুজার আগুন আলেপ্পোয় লেগেছে
একটু সময় নিয়ে।পশ্চিমের সংবাদমাধ্যমগুলো গরম গরম খবর দিয়েছে।আমরা
মন্ত্রমুগ্ধ।বিমান ও ড্রোন হামলায় আইলানের পরিবার ধ্বসে যেতে পারে তা ভুলে
যাই।
আমরা ধরেই নিয়েছি প্রতিটি হামলায় কেবল টেররিস্ট মরে।আমরা ধরে নেয়ার কে?মধ্যপ্রাচ্যে আগ্রাসন চালানোর ওরা কারা?কোন অধিকারে অন্যের রাষ্ট্রকে বলাত্কার করা হয়?এসব প্রশ্ন করবেন না।আপনার ভিসা বাতিল হবে।চাকরিটা চলে যাবে।আপনি শুধু সৈকতে পড়ে থাকা আইলান কুর্দির জন্য বিলাপ করুন।ফেসবুকে পোস্ট করুন শোকবার্তা।তাঁর পিতা মাতাকে শরণার্থী শিবিরে স্থান দেয়ার দাবি তুলুন।
কে তাদের ঘরছাড়া করে ভূমধ্যসাগরে নিক্ষেপ করেছে সেই চিন্তা পড়ে থাকুক।তারচেয়ে আসুন ইতিবাচকতা খুঁজি।আইলান কুর্দি মরে গিয়ে বেঁচেছে।অন্ততপক্ষে স্বচ্ছলতার শীর্ষে থাকা তার পিতামাতার সাথে তাকে রিফিউজি হতে হয়নি।বেঁচে থাক আইলান কুর্দি।ফোরাতে-দজলায় ভেসে যাক আগ্রাসনকারী।সেই ঝাঁপটায় ভূমধ্যসাগর কেঁপে উঠুক।ভেঙে পড়ুক প্যারিস,বার্লিন ও নিউইয়র্কের প্রহসন।
আমরা ধরেই নিয়েছি প্রতিটি হামলায় কেবল টেররিস্ট মরে।আমরা ধরে নেয়ার কে?মধ্যপ্রাচ্যে আগ্রাসন চালানোর ওরা কারা?কোন অধিকারে অন্যের রাষ্ট্রকে বলাত্কার করা হয়?এসব প্রশ্ন করবেন না।আপনার ভিসা বাতিল হবে।চাকরিটা চলে যাবে।আপনি শুধু সৈকতে পড়ে থাকা আইলান কুর্দির জন্য বিলাপ করুন।ফেসবুকে পোস্ট করুন শোকবার্তা।তাঁর পিতা মাতাকে শরণার্থী শিবিরে স্থান দেয়ার দাবি তুলুন।
কে তাদের ঘরছাড়া করে ভূমধ্যসাগরে নিক্ষেপ করেছে সেই চিন্তা পড়ে থাকুক।তারচেয়ে আসুন ইতিবাচকতা খুঁজি।আইলান কুর্দি মরে গিয়ে বেঁচেছে।অন্ততপক্ষে স্বচ্ছলতার শীর্ষে থাকা তার পিতামাতার সাথে তাকে রিফিউজি হতে হয়নি।বেঁচে থাক আইলান কুর্দি।ফোরাতে-দজলায় ভেসে যাক আগ্রাসনকারী।সেই ঝাঁপটায় ভূমধ্যসাগর কেঁপে উঠুক।ভেঙে পড়ুক প্যারিস,বার্লিন ও নিউইয়র্কের প্রহসন।
0 Comments