সর্বশেষ

যুক্তরাষ্ট্রের দাস আল কায়েদার নতুন কারসাজি


সাম্রাজ্যবাদী ও মানবতার শত্রু মার্কিন যুক্তরাষ্ট্র তথা আমেরিকার হীনস্বার্থে কখনো কোন রাষ্ট্রে আগ্রাসন ও হামলা চালানোর দরকার হলে কান্ডারী হয়ে কে আসে বলতে পারেন?
কে আর সে?একটি ভিডিও অথবা অডিও সিডি।সংগঠনের নাম আল কায়েদা।সংগঠনের প্রধান কখনো ওসামা বিন লাদেন,কখনো আইমান আল জাওয়াহিরি।অডিও অথবা ভিডিও বার্তায় 'আমেরিকাকে ধ্বংস করার'অহেতুক হুমকী।সেটা আবার সর্বদা প্রচারের দায়িত্ত্বে পড়ে মার্কিন এজেন্ডা বাস্তবায়নকারী আরব এজেন্ট আল জাজিরার।ব্যস,মার্কিন সিনেটরদের সাজানো উদ্বেগ,প্রেসিডেন্টের হুঁশিয়ারী,নপুংশক জাতিসংঘে যুদ্ধের প্রস্তাব এবং সর্বশেষ হামলা,আগ্রাসন ও মানুষ হত্যার।
সম্প্রতি আইমান আল জাওয়াহিরি নামের আহাম্মকটা উপমহাদেশে আল কায়েদার শাখা খোলার কথা বলেছে।তারমানে বাংলাদেশ ভারত পাকিস্তানে আমেরিকার শকুনী দৃষ্টি পড়েছে।জাওয়াহিরির উদ্ভট বার্তায় কিছু বলদ ফাল পাড়বে,বোমা ফাটাবে,এই অযুহাতে আমেরিকা সন্ত্রাসবাদ নির্মূলের নামে এদেশে হামলা চালাবে,ভারতে ও পাকিস্তানেও তাই।
বাংলাদেশের মিডিয়ার এই সংবাদটিকে প্রচারের কোন দরকার নেই।এই আল কায়েদার ধান্ধাবাজগুলো ফিলিস্তিন তথা গাজার মানুষদের পক্ষে দাঁড়ায়নি।জায়োনিজমকে ধ্বংস করতে কিছুই করেনা।এদের কাজই হচ্ছে মার্কিন স্বার্থরক্ষা করা।এরাতো কখনো সৌদি মুনাফিক ও ভোগবাদী বাদশাহদের বিপক্ষে কথা বলেনা।
অতএব আল কায়েদার ভন্ডামীর ব্যাপারে সচেতন হোউন।লক্ষ্য রাখবেন আপনার পাশের সরল ছেলেটি যেন এই সাম্রাজ্যবাদের দোসরদের ফাঁদে না পড়ে।
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments