সর্বশেষ

কথ্য বা আঞ্চলিক ভাষায় কবিতা লেখা,কথা বলা এবং স্ট্যাটাস লেখা

কথ্য বা আঞ্চলিক ভাষায় কবিতা লেখা,কথা বলা এবং স্ট্যাটাস লেখাও আব্দুল হাকিমগিরি।আব্দুল হাকিমগিরি করেও আব্দুল হাকিমের নিন্দা করা জিন্নাহগিরি।আব্দুল হাকিম ও হাকিমগিরির সাথে নিম্নবিত্ত ও শোষিতের অধিকার আদায়ের ভাষার মিল আছে।ক্ষেপে গেলে গরীবে নিশ্চয়ই সুশীলের মত বাজে গালি দেয়না।সে সরাসরি জন্ম তথা গোঁড়া ধরে টান দেয়।আব্দুল হাকিমও তাই করছেন।আব্দুল হাকিমের সঠিক নীতিকে ভালবাসি,ইনটেলেকচুয়াল জিন্নাগিরিরে মন্দবাসি

২১.১০.২০১৫
পাঠ অনুভূতি