কথ্য ভালবাসা
তুমি বলেই ফেলেছিলে ভালবাসোনা
শুধু দায়বদ্ধ লোকলজ্জায় টিকে আছো
যেভাবে বোঁটায় পোকা ধরা ফলটি গাছে ঝুলে থাকে।
তুমি বলেই ফেলেছিলে ভালবাসোনা
শুধু দায়বদ্ধ লোকলজ্জায় টিকে আছো
যেভাবে বোঁটায় পোকা ধরা ফলটি গাছে ঝুলে থাকে।
আমি অবশ্য ভালবাসি,ভাল রাখি
চিরন্তন তুমি এ জীবনে
অথচ জোত্স্নাহীন রাতে কোনদিন তুমি চাঁদ হয়ে আসোনি,
আমি ভেসে থাকি নিরাশার দৃশ্যমান ভেলায়।
২০.১০.২০১৩
চিরন্তন তুমি এ জীবনে
অথচ জোত্স্নাহীন রাতে কোনদিন তুমি চাঁদ হয়ে আসোনি,
আমি ভেসে থাকি নিরাশার দৃশ্যমান ভেলায়।
২০.১০.২০১৩