জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে অক্টোবরের শেষ এবং নভেম্বরে মাঝামাঝি সময়ে অদ্ভুত , অস্বাভাবিক , অপার্থিব ও মায়াবী একটি সুবাস ঘিরে রাখে । সন্ধ্যার পর পরিবহন চত্ত্বরের চারপাশে, আল বেরুনী থেকে চৌরঙ্গীগামী সড়কে এবং টিএসসি ও ক্যাফেটেরিয়ায় এই স্বর্গসুগন্ধ বেশি মাত্রায় পাওয়া যায় । এর উত্স ছাতিম ফুল।
গোপালগঞ্জ ও দক্ষিণের অনেক জেলায় এটা ছাতিয়ান নামে পরিচিত। বিরাটাকারের বৃক্ষে ছোট ছোট মুগ্ধ করা ছাতিম ফুল ফুটে থাকে। ফুল দেখতে যতোটা ভাল লাগে তারচেয়ে অধিক ভাল লাগে ফুলের ঘ্রাণ নিতে। দীর্ঘ নিঃশ্বাস নিয়ে এই ফুলের ঘ্রাণ যদি নেন তবে মনে হবে ভিন্ন দুনিয়া থেকে আসা মোহনীয় কিছু একটা আপনার মধ্যে প্রবেশ করলো । এই বিপুল পরিমাণ মায়া, মোহ ও ভাললাগা মিশ্রিত থাকে বলে গ্রামে একে 'জ্বীনফুল' বলে ডাকে বয়স্করা। এই ফুলের ঘ্রাণে নাকি জ্বীন বা পরী উড়ে আসে ।
যেকথা বলছিলাম। জাবিতে পড়েন , পড়ছেন বা পড়বেন আর হেমন্তের এই সময়টায়
ছাতিমে বিমুগ্ধ হন নাই,হচ্ছেন না কিংবা যদি না হন তবে বাংলার ও জাবির এক
অদৃশ্য বিস্ময়কর মোহজগতের অভিজ্ঞতা আপনার হয় নাই । অথবা হয়েছে তবে চেনেননি ঐ
ঘ্রাণটির উত্সকে। আমি ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার এই সময়টায় ছাতিম
গাছের আশপাশ দিয়ে গভীর রাতে ঘুরে বেড়াতাম। এখন যাওয়া হয়না। ট্রান্সপোর্টে
আমাদের মোবারক ভাইয়ের চায়ের দোকানে যেতে যে ঘ্রাণ পাই তাই নিয়ে রুমে ফিরে
আসি।
বয়স বেড়ে যাওয়ায় সিনিওরিটির ডেজিগনেশন রক্ষায় চিল্লায় গান গাওয়া হয়না এখন । শুধু এই ফুলে টেনে নিয়ে আসে হলের বাইরে । এইটা ভয়ঙ্কর মাদকতাপূর্ণ ফুল। এখনো আমার এই ফুল ভাল লাগে , ভয় লাগে। তবু ভালবাসি জাবি ও জাবির ছাতিম সুবাসিত প্রকৃতি ও প্রাণ ।
#জাবি #ছাতিমগাঁথা #ছাতিম #ফুল
বিশেষ কথাঃ যারা বিদেশী ফুল নিয়ে মাতেন তাদের মুখে চপেটাঘাত করতে পারে ছাতিম ফুল । আমাদের বাংলার নিজস্ব ফুল । আমাদের গেীরব । এই ফুল দিয়ে যদি পারফিউম কিংবা সাবান বানানো যায় তবে তা বিশ্ব মাতাবে । কিন্তু এই দেশে শিকড়হীন আবর্জনাদের কাছে ছাতিমের পরিচিতি একদম নেই ।
( ২৪ অক্টোবর ২০১৬ সন্ধ্যায় মোবারক ভাইয়ের চায়ের দোকানে বসে লেখা। তখনো যেন দলা ধরে আসছিল ছাতিম । আহ ছাতিম বিলাস !)
বয়স বেড়ে যাওয়ায় সিনিওরিটির ডেজিগনেশন রক্ষায় চিল্লায় গান গাওয়া হয়না এখন । শুধু এই ফুলে টেনে নিয়ে আসে হলের বাইরে । এইটা ভয়ঙ্কর মাদকতাপূর্ণ ফুল। এখনো আমার এই ফুল ভাল লাগে , ভয় লাগে। তবু ভালবাসি জাবি ও জাবির ছাতিম সুবাসিত প্রকৃতি ও প্রাণ ।
#জাবি #ছাতিমগাঁথা #ছাতিম #ফুল
বিশেষ কথাঃ যারা বিদেশী ফুল নিয়ে মাতেন তাদের মুখে চপেটাঘাত করতে পারে ছাতিম ফুল । আমাদের বাংলার নিজস্ব ফুল । আমাদের গেীরব । এই ফুল দিয়ে যদি পারফিউম কিংবা সাবান বানানো যায় তবে তা বিশ্ব মাতাবে । কিন্তু এই দেশে শিকড়হীন আবর্জনাদের কাছে ছাতিমের পরিচিতি একদম নেই ।
( ২৪ অক্টোবর ২০১৬ সন্ধ্যায় মোবারক ভাইয়ের চায়ের দোকানে বসে লেখা। তখনো যেন দলা ধরে আসছিল ছাতিম । আহ ছাতিম বিলাস !)
