সর্বশেষ

হত্যার নকশা অথবা মোড়ক ও বিধ্বস্ত জনপদ

কি কৌশলী মোড়ক বাণিজ্যিক অভিলাষ
বিশ্বললাট চীরে গেছে সাম্রাজ্যবাদের শান্তস্বভাবে,
দিনকে দিন বাড়ছে রক্তের ঋণ
খোরাসান থেকে মেসোপটেমিয়া,চেচনিয়া থেকে বসনিয়া-
সভ্যতার মোড়কে দেদারছে অসভ্যতার প্রকাশ্য প্রচলন
মাটির কণিকায় বেঈমানীর ছাপ,পুতুলের আস্ফালন ।


কখনো সন্ত্রাসবাদের এক নির্লজ্জ সংজ্ঞায়ন
মার্কিন মুল্লুক ঘেঁষা বুদ্ধিবেশ্যাদের গণমাধ্যমে সরব মিথ্যাচার,
জগতের সংবাদ প্রবাহে অধমের আধিপত্য
ঘরে ঘরে আগুন জ্বালে,স্বপ্ন ও আভিজাত্য ধ্বসিয়ে দেয়
তরল স্বর্ণ অস্ত্রের বিনিময়ে আগ্রাসী উল্লুকদের হস্তগত-
আর দ্রুতগতিতে হেরেমে নারীর কোলে শুয়ে পড়ে আরব রাজা-
কখনো মোড়কে শান্তি লেখা,কখনো আঞ্চলিক স্থিতিশীলতা ।

কাবুলের কোন শিশু আর শেরওয়ানী পরেনা
ফোরাতের তীরে প্রমোদভ্রমণে আসেনা ইরাকী যুগল
আল রাকার উপকন্ঠ জুড়ে কাঁদে সন্তানহারা মা
দামেস্কের পথে পথে রক্তভেজা দীর্ঘ অপেক্ষা
কখনো গণতন্ত্রের মোড়কে ,কখনো আসে বিরোধী মত দমাতে
একই তো কথা ভ্রাতৃঘাতী দ্বন্দ্ব বাধিয়ে যুদ্ধের কাঠি নাড়ে
অসভ্য,দরিদ্র ও বর্বর জাতি সভ্যতার মোড়কে ।

জিনজিয়াংয়ে সুশীলের পৈচাশিক নিয়ম
আরাকানে নির্লজ্জ জুড়ে বসা বার্মিজ খুনীরা
ফিলিপাইন ও ফিলিস্তিনের যুগপত্‍ কান্না
কায়রোর পিরামিডে ইহুদীবাদী অপউল্লাস
সাম্প্রদায়িক ষণ্ডাদের যাঁতাকলে কাশ্মীরের স্বর্গমানব
ওয়াজিরস্তানে মহাশকুনের ড্রোনের আঘাত
কখনো জাতিসংঘের অনুমোদন কখনো বা সম্মিলিত শয়তানী প্রয়াসে
দানবের রক্তপিপাশায় তেজদীপ্ত সূর্য ঝিলিক দেয়
তারপয়ও আক্রান্তের প্রতিনিধিরা সজাগ হয়না
জনপদ মুমূর্ষু,দিনদুপুরে ছিন্নভিন্ন মাতৃভূমির ধূধূ প্রান্তর
নারী,মদ ও খাদ্যের মোড়কে চোখ খুলে দেখেনা ।

প্রতিদিন একেকটি নতুন ভূখন্ড চলে আসে হত্যার নকশায়-
নারী-পুরুষ,শিয়া-সুন্নী,আরব-অনারব, কালো-সাদা ভেদাভেদ করেনা
নির্বিশেষে খুন করে আগ্রাসনকারীর ক্ষেপণাস্ত্র,গুলি ও বোমা ।
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments