সর্বশেষ

কান্নার কথা

যখন কান্নার দল একযোগে ছুটে আসে কথার কাঁধ চড়ে
হৃত্‍পিন্ড আঘাতের পর আঘাতে হয় ব্যথার মহীরূহ
তখন পাপীষ্ঠ শূকর শাবকেরা বিকৃত করে জীবনের গল্প
কান ভারী করে অপবাদের নোংরা বাণে
মানুষের স্বাভাবিক চলাফেরাকে মনে করে অশ্লীল চলচ্চিত্র
ঈশ্বরের কাছে অভিযোগ দিতে যদিও লিখি রক্তাক্ত পত্র ।


নষ্টদের অস্পষ্ট কথা শুনে মায়ার পুতুল,
আমাকে নিষেধ করোনা-
ভালবাসতে
আমাকে বারন করোনা-
কাছে আসতে
আমাকে বিরত করোনা-
প্রিয়মুখ দেখতে
আমাকে প্রতিরোধ করোনা-
তোমাকে ভাবতে
এ দেহের রক্তের ফোঁটায় ফোঁটায় তোমার অস্তিত্ত্ব
মস্তিষ্কের সুদূর অজানা পরিমন্ডলে তোমার স্বত্ত্ব ।

যদি ষড়যন্ত্র করতে থাকে আমি হয়তো অদৃশ্য হয়ে যাবো
তোমার জগতে আর দেখা যাবেনা প্রতিনিয়ত
তবে তুমিতো জ্বলজ্বল করে দৃশ্যমানই রইবে
আমার হৃদয়ে,আমার স্বপ্নে,আমার জীবনে-
বিচিত্র নকশায় ভালবাসা,ভাললাগার প্রতিটি সময়ে ।

আর তখন কাঁদলে চোখ মুছে দিতে তুমি থাকবে
হাতের আঙ্গুল,ওড়না অথবা আঁচলের কোণা দিয়ে
এখনের মত একা একা কান্নারা যাবেনা বৃথা
'অদ্বিতীয়া,চিরদিন তোমাকেই চেয়েছি'-কান্নার কথা ।

২৬,১০,২০১৪
পাঠ অনুভূতি