সন্ধ্যার চেয়ে ভয়াবহ মুগ্ধতা নিয়ে কেউ আসেনা
যখন তুমি নেই পাশে
অথচ ছাতিম ডাকছেই আমাকে এলাচ এলাচ গন্ধ
কি করি প্রিয় এ আবেশে ?
যখন তুমি নেই পাশে
অথচ ছাতিম ডাকছেই আমাকে এলাচ এলাচ গন্ধ
কি করি প্রিয় এ আবেশে ?
আমাদের ছাড়াছাড়ি হওয়া হৃদয়ের উপকূল ভাসেনা প্রেমে
ছাতিম ফুলে
আমাদের কাছে আসা খুব দরকারি বুঝি
যদিওবা ভুলে ।
ছাতিমবিলাসে মন চীরে ফের কষ্ট আসে
তারে ভালবেসে
ছাতিমের মায়াজালে পুরোনো সময়ে
নিয়ে যায় লাশে
কর্পূর ছিটানো প্রেম ছাড়া কিছু নেই এই আশ্বিনে ছাতিম সুবাসে।
৩ অক্টোবর, ২০১৫
ছাতিম ফুলে
আমাদের কাছে আসা খুব দরকারি বুঝি
যদিওবা ভুলে ।
ছাতিমবিলাসে মন চীরে ফের কষ্ট আসে
তারে ভালবেসে
ছাতিমের মায়াজালে পুরোনো সময়ে
নিয়ে যায় লাশে
কর্পূর ছিটানো প্রেম ছাড়া কিছু নেই এই আশ্বিনে ছাতিম সুবাসে।
৩ অক্টোবর, ২০১৫
0 Comments