পুড়ে ছারখার বসতি আমার,পুড়েছে সকল আসবাব
পুড়ে ছারখার ভাঁজপড়া সালোয়ার, ছাই হয়েছে প্রতিটি ঘর ।
ঈদের আগে সদ্য কেনা ফুটপাথের চুড়ি ফিতা সব,
লাল টুকটুকে থ্রিপিছটা,গাঢ় রঙ্গের লিপস্টিক
আর সস্তা সেই পাউডারের কৌটা সব পুড়েছে,
আজকের ভয়াবহ তাপের প্রেমহীন আগুনে ।
মোটা চালের বস্তাটা পুড়েছে,পুড়েছে চালের দানাটাও
ছাই হয়েছে বিছানা,পুড়েছে টিনের থালাটা
কারখানার দেওয়া আইডিটা পুড়েছে
ছাই হয়েছে ভবিষ্যত্টা ।
কত স্বপ্ন-পুড়লো জীবন্ত সংসারের সাজ,
দেখে দগদগে অনুভব আর বিদগ্ধ আত্মা,
আমরা রিক্ত,কান্নায় অবিরত সিক্ত,
ঈশ্বরের তীব্র অবহেলিত প্রেতাত্মা ।
[হাজারীবাগের বালুরমাঠে প্রায় পাঁচশত ঘর পুড়েছে যাদের তাদের ভাষায় আমি । ১৮ অক্টোবর ২০১৩]