সর্বশেষ

ইত্যাদি

ইত্যাদি ।
এই একটি শব্দই একটি পূর্ণাঙ্গ ভাব প্রকাশের জন্য যথেষ্ট।আমার মতে সারা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় টিভি অনুষ্ঠান।নন্দিত উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেতের এক অবিস্মরণীয় সৃষ্টি এই ম্যাগাজিন অনুষ্ঠানটি।দেশের খুব কম মানুষই আছে যারা জীবনে ইত্যাদির একটি পর্ব দেখেনি।
ইত্যাদিতে বিনোদনের মাধ্যমে দেশপ্রেম তুলে ধরা হয়।সমাজের নানা অসঙ্গতি ও ভারতীয় আগ্রাসনের তীক্ষ্ন প্রতিবাদ করা হয় নাটিকা,গান ও আলোচনার মাধ্যমে।সেই সঙ্গে বাংলাদেশী সংস্কৃতি রক্ষার আহবান জানানো হয়।
আজকের ইত্যাদিতে আব্দুল হাই মাস্টার নামের এক মহান ব্যক্তিকে দেখানো হয়েছে।এই ব্যক্তি একটি উপজেলার চেয়ারম্যান হয়েও শ্রমিকদের সঙ্গে কাজ করেন।এমন নেতৃত্ব দরকার আমাদের দেশে।ঘরে ঘরে হাই মাস্টার যেদিন হবে সেদিন এই বাংলাদেশ উন্নত হবে,হবেই।
এবং যারা পাশাপাশি দুটি পন্যের একটি বাংলাদেশী দেখলেই সেইদিকে ঝোঁকে সেইসব বাংলাদেশীর সংখ্যা যেদিন বৃদ্ধি পাবে সেদিন বাংলাদেশের স্বাধীনতা লাভের সার্থকতা ফুটে উঠবে।যেদিন এদেশ থেকে ভারতীয় অপসংস্কৃতি দূর হবে,মোবাইলে ,টিভিতে,ঘরে বাইরে,ল্যাপটে হিন্দি,কলকতা ও তামিল ছবি রাখা ব্যক্তিদের সামাজিকভাবে ঘৃণা করে বয়কট করা হবে সেদিন এদেশে সাংস্কৃতিক বিপ্লব ঘটবে , আমাদের দেশ স্বাধীন প্রকৃত সার্বভৌমত্ব পাবে ।
আমি সেই দিনের প্রত্যাশায় আছি...সেইদিন আসবেই মনে রাখিস
মানসিক ভারতীয় দেশদ্রোহীগুলো !
সেদিন বাংলার খেয়ে বাংলাদেশেরই গুণ গাইতে হবে,ভারতের না ,পাকিস্তানকে তো বহু আগেই কেটে দিয়েছি ।
এবার ভারত ও ভারতীয় দালালদের পালা...
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments