#নিম্নাভিলাষ
ইচ্ছে করে এক চিলতে বৃষ্টি হয়ে ঝরতে
ভেজাতে প্রান্তর,বায়ুমন্ডলের স্ট্রাটোস্ফিয়ার
মৃতপ্রায় বৃক্ষ,বনের চাল আদ্র করতে
ইচ্ছে করে শুনিয়ে দিতে আমার চিত্কার-
যে চোখে শুভ্রছায়া,
যে মনে সতীকায়া,
যার দেহে অপ্সরা
ভেজাতে ইচ্ছে করে তাকে এক চিলতে বৃষ্টি হয়ে।
ইচ্ছে করে এক চিলতে বৃষ্টি হয়ে ঝরতে
ভেজাতে প্রান্তর,বায়ুমন্ডলের স্ট্রাটোস্ফিয়ার
মৃতপ্রায় বৃক্ষ,বনের চাল আদ্র করতে
ইচ্ছে করে শুনিয়ে দিতে আমার চিত্কার-
যে চোখে শুভ্রছায়া,
যে মনে সতীকায়া,
যার দেহে অপ্সরা
ভেজাতে ইচ্ছে করে তাকে এক চিলতে বৃষ্টি হয়ে।
0 Comments