সর্বশেষ

স্পন্দন

স্পন্দন
পৃথিবীর সবকিছু অবনত আমার সামনে,
সমগ্র আবেগ পরাজয়ের লজ্জায় কোনঠাসা,
সব শৃঙ্খল ভেঙে বিসৃঙ্খল ভালবাসার আবির্ভাব,
রক্তমাখা হৃদয়ে নীল রঙ্গের আনন্দ
বিসদৃশ জীবন স্নেহে অনন্যধন্য
তুমি আছো মা,আমি কোনদিন আর নই শূন্য-
তুমিও নিঃসঙ্গ নও;তোমাকে করবোই পূর্ণ।


২১.১০.২০১৩
পাঠ অনুভূতি