সর্বশেষ

শুদ্ধতা বলে কিছু নেই আর প্রেমাঙ্গনে

হায় ! শুদ্ধতা বলে কিছু নেই, নেই পবিত্রতা ! আমাদের প্রেমের ক্রীড়াঙ্গনে
প্রকাশ্যে নির্লজ্জতা ছাড়িয়ে যায়, ছাড়িয়ে যায় দেখি অসুস্থতার সীমা
আমাদের সোস্যাল স্ট্রাকচার ভেঙে দিচ্ছে, ভেঙে দিচ্ছে
বিশ্বাস-আস্থা-বিশুদ্ধতার মানদন্ডে মঙ্গাপিড়িত কীটপতঙ্গ-আগাছা
মানুষের ভালবাসা আর নেই,
ছাতিমের জোয়ারে ভেসে যায়না আর কোন প্রেমী
বাতাসে বিষাক্ত যাতনা, শেষ কবে বিশ্বাস রেখে তা ফিরে পেয়েছিল মানুষ তা জাননা
হায়! আমাদের পঁচে যাওয়া চারপাশে শুদ্ধতা বলে কিছু নেই
এখানে ভালবাসা আসে শরীরের কাঁধে চড়ে
মনের সাথে কারো কভু যোগাযোগ হয়না; তাই কোন জন যে শেষ সম্পর্কের কিংবা
কে যে কি তা বোঝা কঠিন । কঠিন কি?

নাকি খুব সহজে হিসেব করে ফেলে দেয়া যায় সবকটা লম্পট-লম্পটিকে এই বলে
যে ওদের শেষ নেই বাজে হওয়ার
বাজে কাজে ওদের শরীরের নষ্টবীণ তাই বাজতেই থাকে
যেন একেকটা স্পষ্ট নোংরার স্তুূপ-
ঢাকা শহরের সকাল বেলার ডাস্টবিনগুলো হৃদয়ে ওদের
দেহের দেহে উদ্ভট পোশাক আর বিদেশী বডি স্প্রের-
উৎকট গন্ধে যেন ঢেকে যায় তাদের পাপাচারের চিহ্ণ
ইশ ! যেন মানুষ বোকা !
যেন ওদের অবিশুদ্ধতা
কেউ বোঝে কেউ বোঝেনা।
পাঠ অনুভূতি