সর্বশেষ

ভারতীয় টিভি চ্যানেল সম্প্রচার বন্ধ করতে উচ্চ আদালতের রুল জারি


আবারো ভারতীয় তিনটি টিভি চ্যানেলেয় সম্প্রচার বন্ধ করতে বাংলাদেশের উচ্চ আদালত রুল জারি করেছে।চ্যানেল তিনটি হচ্ছে জি বাংলা,স্টার জলসা ও স্টার প্লাস। দীর্ঘ দিন থেকে বাংলাদেশে অপসাংষ্কৃতিক আগ্রাসন চালিয়ে নৈতিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটিয়ে চলেছে এই চ্যানেলত্রয়। আশা করি রাষ্ট্রের নীতিনির্ধারকেরা দেশের সংষ্কৃতি ও স্বাতন্ত্র্য রক্ষায় এবার ভারতীয় এসব জঘন্য টিভি চ্যানেল বন্ধ করতে দ্রুত ব্যবস্থা নেবেন ।

রবিবার সর্বোচ্চ আদালতের আইনজীবী সৈয়দা শাহীন আরা লাইলীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত উচ্চ আদালতের একটি বেঞ্চ এ যুগান্তকারী আদেশ দেন। এই আদেশে তথ্য সচিব,স্বরাষ্ট্র সচিব,বিটিআরসির চেয়ারম্যান,বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক,জিডি জাদু ব্রডব্যান্ড লিমিটেডের চেয়ারম্যান ও পুলিশ মহাপরিদর্শককে আগামী ২৮ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিট আবেদনকারীর আইনজীবী এখলাছ উদ্দিন ভুঁইয়া বলেন,বাংলাদেশের কোন টিভি চ্যানেলে ভারতের সম্প্রচার করা হয় না । কিন্তু ভারতীয় বিভিন্ন টিভি চ্যানেল বাংলাদেশে অবাধ সম্প্রচারের ফলে দেশের যুব সমাজ ধ্বংসের সম্মুখীন।(আইআরআইবি)
আশা করি মাননীয় আদালতের এই যুগান্তকারী ও জনহিতৈষী রুল অনতিবিলম্বে কার্যকর করে ভারতীয় চ্যানেল বন্ধ করা হবে এবং পালাক্রমিকভাবে দেশ ও জাতির কল্যাণে ভারতের সকল চ্যানেল সম্প্রচার বন্ধ করে দেওয়া হবে। দেশে পরকীয়া,ব্যভিচার,অনৈতিক সম্পর্ক,পারিবারিক কলহ ও দেশপ্রেমহীনতা তৈরিতে এসব ভারতীয় টিভি চ্যানেল জোরালো ভূমিকা রাখছে। সংষ্কৃতি একটি জাতির জ্বালানী শক্তি। সেই জ্বালানীকে ধ্বংস করছে এই ভারতীয় চ্যানেলের মাধ্যমে আশা অপসংষ্কৃতি।
একটি জাতীয়তাবোধসম্পন্ন প্রজন্ম তৈরি করতে অবশ্যই দেশীয় সংষ্কৃতিকে সংরক্ষণ করতে হবে এবং সে লক্ষে যতদ্রুত পারা যায় ভারতীয় সকল চ্যানেল সম্প্রচার বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হবে এই দাবি আমাদের।

২০ অক্টোবর,২০১৪
পাঠ অনুভূতি