কোরবানী অর্থ ত্যাগ করা । ত্যাগ মানে যেই
সেই ত্যাগ না ,কারো সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করার মাধ্যমেই আদর্শ কোরবানী
পালিত হয়। ঈদ উল আযহা এই সবচেয়ে প্রিয় জিনিস বা বস্তু ত্যাগ করার উত্সব ।
মহান আল্লাহর সন্তুষ্টির জন্য ইবরাহীম আ এর প্রিয় সন্তানকে কোরবানী দেওয়ার
উদ্যোগ থেকে এ ত্যাগ ও তিতীক্ষার উত্সবের প্রচলন ।
বাংলাদেশসহ বর্তমান পৃথিবীতে কোরবানী দেওয়া হচ্ছে পশুকে।যেন প্রত্যেক মুসলমানের সবচেয়ে প্রিয় জিনিস এক বা একাধিক গরু,ছাগল,উট,দুম্বা বা ভেড়া।অথচ এটা পরিষ্কার ভন্ডামী।আপনার সবচেয়ে প্রিয় বস্তু যদি সুদ খেয়ে অর্থোপার্জন হয় তবে সেটি ত্যাগ করাই কোরবানী । কোন ব্যক্তির যদি ব্যভিচার হয় সবচেয়ে প্রিয় তবে সেটা ত্যাগ করাই কোরবানী । যার মিথ্যা বলা সবচেয়ে প্রিয় সেটা ছাড়াই কোরবানী । জনগণের টাকা মেরে কোটিপতি হওয়া,চাঁদা নেওয়া,ঘুষ খাওয়া যদি সবচেয়ে প্রিয় হয় তবে সেগুলো ছাড়াই কোরবানী । প্রতিহিংসা,ঈর্ষা,প্রতিশোধপরায়নতা ত্যাগ করাই কোরবানী ।যদি প্রেম করে বেড়ানো বা বিপরীত লিঙ্গের সঙ্গে আড্ডা দেওয়া আপনার প্রিয় হয় সেটি ত্যাগ করাই কোরবানী ।
এরপর আসে কোরবানীর গোশত বন্টন । একভাগ গরীব ও মিসকিন ,আরেক ভাগ আত্মীয় স্বজন ও তৃতীয় ভাগ নিজের জন্য।যারা কোরবানী দিচ্ছে ইচ্ছেমত খাওয়ার জন্য তাদের কোরবানী হচ্ছেনা । যারা মাসখানেক আগে থেকে ফ্রিজ খালি করছেন তাদের কোরবানী সহীহ কি না সেটা ভেবে দেখা উচিত।
বাংলাদেশসহ বর্তমান পৃথিবীতে কোরবানী দেওয়া হচ্ছে পশুকে।যেন প্রত্যেক মুসলমানের সবচেয়ে প্রিয় জিনিস এক বা একাধিক গরু,ছাগল,উট,দুম্বা বা ভেড়া।অথচ এটা পরিষ্কার ভন্ডামী।আপনার সবচেয়ে প্রিয় বস্তু যদি সুদ খেয়ে অর্থোপার্জন হয় তবে সেটি ত্যাগ করাই কোরবানী । কোন ব্যক্তির যদি ব্যভিচার হয় সবচেয়ে প্রিয় তবে সেটা ত্যাগ করাই কোরবানী । যার মিথ্যা বলা সবচেয়ে প্রিয় সেটা ছাড়াই কোরবানী । জনগণের টাকা মেরে কোটিপতি হওয়া,চাঁদা নেওয়া,ঘুষ খাওয়া যদি সবচেয়ে প্রিয় হয় তবে সেগুলো ছাড়াই কোরবানী । প্রতিহিংসা,ঈর্ষা,প্রতিশোধপরায়নতা ত্যাগ করাই কোরবানী ।যদি প্রেম করে বেড়ানো বা বিপরীত লিঙ্গের সঙ্গে আড্ডা দেওয়া আপনার প্রিয় হয় সেটি ত্যাগ করাই কোরবানী ।
এরপর আসে কোরবানীর গোশত বন্টন । একভাগ গরীব ও মিসকিন ,আরেক ভাগ আত্মীয় স্বজন ও তৃতীয় ভাগ নিজের জন্য।যারা কোরবানী দিচ্ছে ইচ্ছেমত খাওয়ার জন্য তাদের কোরবানী হচ্ছেনা । যারা মাসখানেক আগে থেকে ফ্রিজ খালি করছেন তাদের কোরবানী সহীহ কি না সেটা ভেবে দেখা উচিত।
তবে সত্যি বলতে আমাদের সমাজের কথিত ফতোয়াবাজরা আমাদেরকে কোরবানীর এই
প্রকৃত শিক্ষা দেয়না । এর কারণ হয়তো তাদের ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা।
আল্লাহ সকলকে তাঁর জন্য প্রকৃত কোরবানী দেওয়ার সামর্থ দিক।
৫ অক্টোবর , ২০১৪
আল্লাহ সকলকে তাঁর জন্য প্রকৃত কোরবানী দেওয়ার সামর্থ দিক।
৫ অক্টোবর , ২০১৪
0 Comments