ক। ইলেকটোরাল কলেজ
আমেরিকার নির্বাচনে সরাসরি প্রেসিডেন্টকে সরামরি জনগণ কর্তৃক নির্বাচিত করা হয়না । ৫৩৮ টি ইলোকটরাল কলেজ আছে । সেই কলেজের মধ্যে সর্বাধিক ২৭০ টি কলেজের সমর্থন যে পায় সে হয় প্রেসিডেন্ট । তবে পপুলার ভোটের গুরুত্ত্ব রয়েছে ।
| এখন পর্যন্ত পপুলার ভোটের মতই ইলেকটোরালেও এগিয়ে রয়েছেন গাধা প্রতীকের ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারী ক্লিনটন |
ইলকটোরাল কলেজের সাথে সাধারণত পপুলার ভোটের সামঞ্জস্য থাকে । শুধুমাত্র ২০০০ সালে পপুলার ভোটে পরাজিত জর্জ ডব্লিউ বুশ ইলোকটরাল কলেজে ২৭১ টি ভোট পেয়ে আল গোরকে পরাজিত করেন । আর আরেকটি কথা । একটি স্টেটে যে পার্টির প্রেসিডেন্ট প্রার্থী বিজয়ী হন সেই স্টেটের সমগ্র ইলোকটোরাল কলেজ ঐ পার্টির হয়ে যাবে । ইলেকটোরাল কলেজের জন্য পার্টি নিজেদের যোগ্য প্রার্থী দিয়ে থাকে । এ নিয়ে পরে বিস্তারিত একটি নিবন্ধ লিখবো ।
খ। আমেরিকান নির্বাচনে রাশিয়ার প্রভাব
এই প্রথম আমেরিকা যুক্তরাষ্ট্র তার অভ্যন্তরের নির্বাচনে ভিন্ন কোন দেশের প্রভাবের কথা প্রকাশ্যে স্বীকার করছে । সেটি হচ্ছে রাশিয়া । ডেমোক্রেটিকদের অভিযোগ রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় অার্থিক ও বুদ্ধিবৃত্তিক সমর্থন দিচ্ছে চিরশত্রু রাশিয়ার পুতিন প্রশাসন ।
| রাশিয়ার প্রোপাগান্ডা মিডিয়া RT তে উইকিলিক্স ও হিলারী |
আমার মনে হয়, জুলিয়ান এসেইঞ্জ কিংবা স্নোডেন প্রভৃতি হুইসেল ব্লয়ারদের রাশিয়াই দীর্ঘদিন ধরে পৃষ্ঠপোষকতা দিয়ে এমন অবস্থায় এনেছে । এমনকি রাশিয়ান হ্যাকাররা হিলারী ক্লিনটনের ইমেইল কেলেঙ্কারীর জন্য দায়ি বলে অভিযোগ উঠেছে । চিরকাল অন্য দেশের অভ্যন্তরে নাক গলানো আমেরিকার এখন কেমন লাগছে নিজেদের ঘরে রাশিয়ার নাসিকা গলানো দেখতে? এরা যে বাংলাদেশের রাজনীতিতে নাক গলায় তখন আমাদেরও খারাপ লাগে । শরাফত করিম আয়নার মত আমেরিকারে বলতে চাই, এখন বোঝা গেলো ব্যাপারটা?গ। যে-ই আসুক আমেরিকার পররাষ্ট্রনীতি একই থাকবে
সব চেয়ে বড় কথা হচ্ছে আমেরিকার পররাষ্ট্রনীতি প্রায় অপরিবর্তনীয়ই থাকে । যেটুকু হবে তাও অনেক ধাপ পেরিয়ে । নীতিনির্ধারনী পর্যায়ে প্রেসিডেন্ট ও কংগ্রেসের মধ্যে ক্ষমতার সুষম বণ্টনের কারণে প্রেসিডেন্ট চাইলেই যা ইচ্ছে করতে পারবেনা । তাই ট্রাম্প বা হিলারীর পরেও আমেরিকায় অনেক কিছু করার থাকে ।
শেষকথা
এখন দেখা যাক নির্বাচনে কে বিজয়ী হয় । এবারের নির্বাচনে যে প্রার্থীই বিজয়ী হোক তা বিশ্বে একটি নয়া প্যারাডাইমের সৃষ্টি করবে । সেটি সামলে নিতে বিশ্বকে ঝক্কিঝামেলা পোহাতে হতে পারে । তো দেখা যাক কি হয় নভেম্বরের মঙ্গলবারে ।
![]() |
| হিলারী যেন মানুষ ও মানবতার প্রার্থী |
মঙ্গলের বিজয় হোক ।
