পরিচিত পৃথিবী জুড়ে ছাতিম ফুলের গন্ধ ভাসছে
অস্বাভাবিক মায়া স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়েছে রাত্রি ভেদ করে
তোমার আমার হাঁটার রাস্তায় প্রেমের ভ্রুণ-
ছাতিম ফুলের বিভ্রান্তিকর বিচ্ছুরণে পুতুলের সুবাস
প্রেমন্মোত্ত আমি,তুমি কি তার বিস্তৃতি ও গভীরতা বোঝো ?
তুমি কি তোমাকে দেখতে চাওয়ার ছোট্র কোন অর্থ খোঁজো ?
মেয়ে,দাবি করো প্রায়ই অনুভূতিহীন তুমি
আমার রক্তিম মিনতি অথবা কন্ঠের ব্যাকুলতা ছুঁয়ে যায়না মাতাল আত্মা
নির্বাক শুধু চেয়ে থাকি,থাকবো আমৃত্যু, কতদিন পারবে কান্নাকে এড়াতে?
তোমার শরীরের এলাচের গন্ধ ছাতিমের ফুলে ভরা পেয়ে
ভাললাগা ও ভালবাসা,প্রেম ও প্রেমহীনতার সন্ধিক্ষণে আজ
বিপদের পূর্বাভাস ; যত দিন যায় অনর্গল বৈচিত্রময় বিভত্স একাকিত্ত্ব
শোনো, তিল পরিমাণ ভালবাসা দিয়ে এনে দিতে পারো পার্থিব অমরত্ম ।
মহামারি আকারে হৃদয়ে বৃদ্ধি পাচ্ছে তোমার সুগন্ধ
দুচোখের পাতা ঢেকে গেছে আগ্রাসী প্রতিচ্ছায়ায়
মানবী, তোমাকে পেতে ভেবেচিন্তেই আজ অন্ধ,
সন্ত্রস্ত আমি - কে জেনে ফেলে পড়েছি কার মায়ায় !
অস্বাভাবিক মায়া স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়েছে রাত্রি ভেদ করে
তোমার আমার হাঁটার রাস্তায় প্রেমের ভ্রুণ-
ছাতিম ফুলের বিভ্রান্তিকর বিচ্ছুরণে পুতুলের সুবাস
প্রেমন্মোত্ত আমি,তুমি কি তার বিস্তৃতি ও গভীরতা বোঝো ?
তুমি কি তোমাকে দেখতে চাওয়ার ছোট্র কোন অর্থ খোঁজো ?
মেয়ে,দাবি করো প্রায়ই অনুভূতিহীন তুমি
আমার রক্তিম মিনতি অথবা কন্ঠের ব্যাকুলতা ছুঁয়ে যায়না মাতাল আত্মা
নির্বাক শুধু চেয়ে থাকি,থাকবো আমৃত্যু, কতদিন পারবে কান্নাকে এড়াতে?
তোমার শরীরের এলাচের গন্ধ ছাতিমের ফুলে ভরা পেয়ে
ভাললাগা ও ভালবাসা,প্রেম ও প্রেমহীনতার সন্ধিক্ষণে আজ
বিপদের পূর্বাভাস ; যত দিন যায় অনর্গল বৈচিত্রময় বিভত্স একাকিত্ত্ব
শোনো, তিল পরিমাণ ভালবাসা দিয়ে এনে দিতে পারো পার্থিব অমরত্ম ।
মহামারি আকারে হৃদয়ে বৃদ্ধি পাচ্ছে তোমার সুগন্ধ
দুচোখের পাতা ঢেকে গেছে আগ্রাসী প্রতিচ্ছায়ায়
মানবী, তোমাকে পেতে ভেবেচিন্তেই আজ অন্ধ,
সন্ত্রস্ত আমি - কে জেনে ফেলে পড়েছি কার মায়ায় !